ক্রীড়া ডেস্ক
সরফরাজ আহমেদ নাকি মোহাম্মদ রিজওয়ান-পাকিস্তানের দুই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে চলছিল আলাপ আলোচনা। মেলবোর্নে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের পাকিস্তান দলে শেষ পর্যন্ত থেকে গেলেন রিজওয়ান। একাদশে থাকবেন কি না তা এখনো জানা যায়নি। রিজওয়ান আসায় বাদ পড়লেন সরফরাজ।
রিজওয়ান সর্বশেষ টেস্ট খেলেছেন এ বছরের জুলাইয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) শ্রীলঙ্কার বিপক্ষে। সেই টেস্টে সরফরাজও ছিলেন এবং তিনি খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। সরফরাজ সর্বশেষ টেস্ট খেলেছেন পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে। এই টেস্টে পাকিস্তান হেরেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে। যা টেস্টে রানের হিসেবে পরাজয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এই টেস্টে সরফরাজ দুই ইনিংস মিলে করেছেন ৭ রান।
অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে পারফরম্যান্সে সরফরাজের চেয়ে তুলনামূলক এগিয়ে রিজওয়ান। ২৯.৮৭ গড়ে সরফরাজের রান ২৩৯ রান। আর রিজওয়ানের রান ১৭৭, গড় ৪৪.২৫। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি আমার কাছে উপায় থাকত, তাহলে দুজনকেই খেলাতাম। তবে সেটা সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে, রিজওয়ান এখন প্রস্তুত। সরফরাজকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত।’
গত বছরের শেষে ঘরের মাঠে পাকিস্তান টেস্ট খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে ২ টেস্টে ৪ ইনিংসে ৮৩.৭৫ গড়ে করেন ৩৩৫ রান। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেন। এরপর থেকেই সরফরাজ টেস্ট দলে বেশ নিয়মিত হয়েছেন। একই সঙ্গে রিজওয়ান উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় টেস্টে তিনি পারছিলেন না নিয়মিত হতে। তবে পাকিস্তানের ওয়ানডে, টি-টোয়েন্টি দলেই তিনি নিয়মিত খেলতে থাকেন। এই প্রসঙ্গে মাসুদ বলেন, ‘রিজওয়ান সবেমাত্র বিশ্বকাপ শেষে এসেছেন। সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছেন। লাল বলের ক্রিকেটে তার বিশাল একটা বিরতি পড়েছে যেদিন থেকে সরফরাজ নিউজিল্যান্ড সিরিজ খেলেছেন। সরফরাজের সেই (নিউজিল্যান্ড সিরিজ) সিরিজে দারুণ পারফরম্যান্স ছিল। সবকিছুই একটা প্রক্রিয়াতে ছিল।’
মেলবোর্ন টেস্টে পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দলে রয়েছেন ৩ পেসার ও ২ স্পিনার। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাকি দুই পেসার হচ্ছেন হাসান আলী ও আমির জামাল। হাসান সর্বশেষ টেস্ট খেলেন এ বছরের জানুয়ারিতে। অন্যদিকে আমির জামাল পার্থে নিজের অভিষেক টেস্টে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। মেলবোর্নে পাকিস্তানের দলে ২ স্পিনার হচ্ছেন মীর হামজা ও সাজিদ খান। পাশাপাশি খন্ডকালীন অফ স্পিনার হিসেবে আগা সালমান তো থাকছেন। পার্থে একমাত্র স্পিনার হিসেবে তিনিই খেলেছেন।
মেলবোর্ন টেস্টে পাকিস্তানের দল:
শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মীর হামজা, আমির জামাল, সাজিদ খান।
সরফরাজ আহমেদ নাকি মোহাম্মদ রিজওয়ান-পাকিস্তানের দুই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে চলছিল আলাপ আলোচনা। মেলবোর্নে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের পাকিস্তান দলে শেষ পর্যন্ত থেকে গেলেন রিজওয়ান। একাদশে থাকবেন কি না তা এখনো জানা যায়নি। রিজওয়ান আসায় বাদ পড়লেন সরফরাজ।
রিজওয়ান সর্বশেষ টেস্ট খেলেছেন এ বছরের জুলাইয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) শ্রীলঙ্কার বিপক্ষে। সেই টেস্টে সরফরাজও ছিলেন এবং তিনি খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। সরফরাজ সর্বশেষ টেস্ট খেলেছেন পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে। এই টেস্টে পাকিস্তান হেরেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে। যা টেস্টে রানের হিসেবে পরাজয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এই টেস্টে সরফরাজ দুই ইনিংস মিলে করেছেন ৭ রান।
অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে পারফরম্যান্সে সরফরাজের চেয়ে তুলনামূলক এগিয়ে রিজওয়ান। ২৯.৮৭ গড়ে সরফরাজের রান ২৩৯ রান। আর রিজওয়ানের রান ১৭৭, গড় ৪৪.২৫। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি আমার কাছে উপায় থাকত, তাহলে দুজনকেই খেলাতাম। তবে সেটা সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে, রিজওয়ান এখন প্রস্তুত। সরফরাজকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত।’
গত বছরের শেষে ঘরের মাঠে পাকিস্তান টেস্ট খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে ২ টেস্টে ৪ ইনিংসে ৮৩.৭৫ গড়ে করেন ৩৩৫ রান। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেন। এরপর থেকেই সরফরাজ টেস্ট দলে বেশ নিয়মিত হয়েছেন। একই সঙ্গে রিজওয়ান উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় টেস্টে তিনি পারছিলেন না নিয়মিত হতে। তবে পাকিস্তানের ওয়ানডে, টি-টোয়েন্টি দলেই তিনি নিয়মিত খেলতে থাকেন। এই প্রসঙ্গে মাসুদ বলেন, ‘রিজওয়ান সবেমাত্র বিশ্বকাপ শেষে এসেছেন। সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছেন। লাল বলের ক্রিকেটে তার বিশাল একটা বিরতি পড়েছে যেদিন থেকে সরফরাজ নিউজিল্যান্ড সিরিজ খেলেছেন। সরফরাজের সেই (নিউজিল্যান্ড সিরিজ) সিরিজে দারুণ পারফরম্যান্স ছিল। সবকিছুই একটা প্রক্রিয়াতে ছিল।’
মেলবোর্ন টেস্টে পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দলে রয়েছেন ৩ পেসার ও ২ স্পিনার। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাকি দুই পেসার হচ্ছেন হাসান আলী ও আমির জামাল। হাসান সর্বশেষ টেস্ট খেলেন এ বছরের জানুয়ারিতে। অন্যদিকে আমির জামাল পার্থে নিজের অভিষেক টেস্টে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। মেলবোর্নে পাকিস্তানের দলে ২ স্পিনার হচ্ছেন মীর হামজা ও সাজিদ খান। পাশাপাশি খন্ডকালীন অফ স্পিনার হিসেবে আগা সালমান তো থাকছেন। পার্থে একমাত্র স্পিনার হিসেবে তিনিই খেলেছেন।
মেলবোর্ন টেস্টে পাকিস্তানের দল:
শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মীর হামজা, আমির জামাল, সাজিদ খান।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে সবশেষ ক্রিকেট হয়েছিল। ব্যাপক আলোচনার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে আবারও ফিরছে ক্রিকেট। তবে এখানেও ক্রিকেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
৫ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৫ ঘণ্টা আগে