ক্রীড়া ডেস্ক
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। সবার সম্মতিতে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক। মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা না পেলেও ভূয়সী প্রশংসা পেয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের কাছে। অভিজ্ঞ ক্রিকেটারকে মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন শ্রীরাম।
বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন শ্রীরাম। মাহমুদউল্লাহকে বড় মাপের ক্রিকেটার বলেছেন তিনি। তাঁর চোখে অভিজ্ঞ এই ক্রিকেটার একজন দুর্দান্ত ফিনিশার। এ জন্য তিনি ধোনির সঙ্গে তুলনাও করেছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমাদের দলের একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা প্রয়োজন। আমি সব সময় ধোনির সঙ্গে মাহমুদউল্লাহকে তুলনা করি। দলে দুজনের অবদান একই রকম। ধোনির মতো সেও ৬ নম্বরে ব্যাট করে। সে খেলাটা শেষ করে আসে। ধোনি তো আজীবন খেলতে পারবে না, তাই না?’
মাহমুদউল্লাহর জায়গায় অন্য কাউকে পরিকল্পনা করার এটিই সঠিক সময় বলে মনে করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘একজনের পরে কে আসবে তার জন্য একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা দরকার। আমি মনে করি এটিই সঠিক সময় মাহমুদউল্লাহর গুরুত্বপূর্ণ জায়গাটা কে পূরণ করবে। এখন একজনকে দরকার। আমরা যদি ক্রিকেটারদের এখন না খেলাই তাহলে বিকল্প খুঁজে পাব না।’
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার ক্ষেত্রে নিজের যে কিছুটা ভূমিকা আছে সেটা স্বীকারও করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘আলোচনাটা (বাদ দেওয়া প্রসঙ্গে) সহজ ছিল না। সে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। ওর প্রতি আমার অশেষ শ্রদ্ধা আছে। এমন আলোচনার জন্য আমাকে খারাপ মানুষ হতে হয়েছে। আমার মনে হয় ভালোভাবে হয়েছে।’
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। সবার সম্মতিতে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক। মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা না পেলেও ভূয়সী প্রশংসা পেয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের কাছে। অভিজ্ঞ ক্রিকেটারকে মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন শ্রীরাম।
বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন শ্রীরাম। মাহমুদউল্লাহকে বড় মাপের ক্রিকেটার বলেছেন তিনি। তাঁর চোখে অভিজ্ঞ এই ক্রিকেটার একজন দুর্দান্ত ফিনিশার। এ জন্য তিনি ধোনির সঙ্গে তুলনাও করেছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমাদের দলের একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা প্রয়োজন। আমি সব সময় ধোনির সঙ্গে মাহমুদউল্লাহকে তুলনা করি। দলে দুজনের অবদান একই রকম। ধোনির মতো সেও ৬ নম্বরে ব্যাট করে। সে খেলাটা শেষ করে আসে। ধোনি তো আজীবন খেলতে পারবে না, তাই না?’
মাহমুদউল্লাহর জায়গায় অন্য কাউকে পরিকল্পনা করার এটিই সঠিক সময় বলে মনে করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘একজনের পরে কে আসবে তার জন্য একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা দরকার। আমি মনে করি এটিই সঠিক সময় মাহমুদউল্লাহর গুরুত্বপূর্ণ জায়গাটা কে পূরণ করবে। এখন একজনকে দরকার। আমরা যদি ক্রিকেটারদের এখন না খেলাই তাহলে বিকল্প খুঁজে পাব না।’
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার ক্ষেত্রে নিজের যে কিছুটা ভূমিকা আছে সেটা স্বীকারও করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘আলোচনাটা (বাদ দেওয়া প্রসঙ্গে) সহজ ছিল না। সে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। ওর প্রতি আমার অশেষ শ্রদ্ধা আছে। এমন আলোচনার জন্য আমাকে খারাপ মানুষ হতে হয়েছে। আমার মনে হয় ভালোভাবে হয়েছে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে