ক্রীড়া ডেস্ক
কোনো সিরিজ চলার সময় অবসরের ঘোষণা দেওয়া তো নতুন কিছু নয়। বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ চলার সময় তেমনই কাজ করলেন মোহাম্মদ নবী। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেতে আর দেখা যাবে না আফগান এই অলরাউন্ডারকে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে গতকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে আপ্যায়ন করেছে আফগানিস্তান। এই অনুষ্ঠানের ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। এসিবির পাঠানো ভিডিওতেই নবী ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান ক্রিকবাজকে আজ সেটা নিশ্চিত করেছেন। এসিবির প্রধান নির্বাহী বলেন, ‘হ্যাঁ। নবী ওয়ানডে থেকে অবসর নিচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির পরে। সে বোর্ডকে তার ইচ্ছের কথা জানিয়েছে।’
আনুষ্ঠানিক সূচি আইসিসি প্রকাশ না করলেও ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর হওয়ার সম্ভাবনা। এই টুর্নামেন্টের পর ওয়ানডে সংস্করণ ছেড়ে দিলে নবী টি-টোয়েন্টিতে নিয়মিত খেলে যাবেন বলে আশা করছেন নাসিব। এসিবির প্রধান নির্বাহী বলেন,‘সে (নবী) কয়েক মাস আগেই বলেছিল যে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। চ্যাম্পিয়নস ট্রফির পর যা বুঝলাম, সে সম্ভবত টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এখন পর্যন্ত তেমন পরিকল্পনাই রয়েছে।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০০৯ সালে ওয়ানডে ক্যারিয়ারের শুরু নবীর। আফগানিস্তানের এই অলরাউন্ডার দীর্ঘ ১৫ বছরে খেলেছেন ১৬৫ ওয়ানডে। ২ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে করেছেন ৩৫৪৯ রান। গড় ও স্ট্রাইকরেট ২৭.৩০ ও ৮৬.৭৭। বিপদের সময় দলের হাল কীভাবে ধরতে হয়, সেটা তিনি দেখিয়েছেন শারজায় পরশু রাতে হওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। ৭১ রানে ৫ উইকেট পরার পর অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২২ বলে ১০৪ রানের জুটি গড়তে অবদান রাখেন নবী। ৭৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় নবী করেন ৮৪ রান।
গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টামও পাল্টে দিতে পারেন নবী। শারজায় পরশু প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়েই বাংলাদেশের ইনিংসে ধস নামানোর কাজ শুরু করেন নবী। আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারি—দুই তালিকাতেই নবী দ্বিতীয়। ওয়ানডেতে ৩৭৯১ রান করে আফগানিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক রহমত শাহ। এই সংস্করণে নবীর উইকেট ১৭১। ১৯২ উইকেট নিয়ে আফগানদের সর্বোচ্চ উইকেটশিকারী রশিদ খান।
কোনো সিরিজ চলার সময় অবসরের ঘোষণা দেওয়া তো নতুন কিছু নয়। বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ চলার সময় তেমনই কাজ করলেন মোহাম্মদ নবী। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেতে আর দেখা যাবে না আফগান এই অলরাউন্ডারকে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে গতকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে আপ্যায়ন করেছে আফগানিস্তান। এই অনুষ্ঠানের ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। এসিবির পাঠানো ভিডিওতেই নবী ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান ক্রিকবাজকে আজ সেটা নিশ্চিত করেছেন। এসিবির প্রধান নির্বাহী বলেন, ‘হ্যাঁ। নবী ওয়ানডে থেকে অবসর নিচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির পরে। সে বোর্ডকে তার ইচ্ছের কথা জানিয়েছে।’
আনুষ্ঠানিক সূচি আইসিসি প্রকাশ না করলেও ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর হওয়ার সম্ভাবনা। এই টুর্নামেন্টের পর ওয়ানডে সংস্করণ ছেড়ে দিলে নবী টি-টোয়েন্টিতে নিয়মিত খেলে যাবেন বলে আশা করছেন নাসিব। এসিবির প্রধান নির্বাহী বলেন,‘সে (নবী) কয়েক মাস আগেই বলেছিল যে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। চ্যাম্পিয়নস ট্রফির পর যা বুঝলাম, সে সম্ভবত টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এখন পর্যন্ত তেমন পরিকল্পনাই রয়েছে।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০০৯ সালে ওয়ানডে ক্যারিয়ারের শুরু নবীর। আফগানিস্তানের এই অলরাউন্ডার দীর্ঘ ১৫ বছরে খেলেছেন ১৬৫ ওয়ানডে। ২ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে করেছেন ৩৫৪৯ রান। গড় ও স্ট্রাইকরেট ২৭.৩০ ও ৮৬.৭৭। বিপদের সময় দলের হাল কীভাবে ধরতে হয়, সেটা তিনি দেখিয়েছেন শারজায় পরশু রাতে হওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। ৭১ রানে ৫ উইকেট পরার পর অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২২ বলে ১০৪ রানের জুটি গড়তে অবদান রাখেন নবী। ৭৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় নবী করেন ৮৪ রান।
গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টামও পাল্টে দিতে পারেন নবী। শারজায় পরশু প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়েই বাংলাদেশের ইনিংসে ধস নামানোর কাজ শুরু করেন নবী। আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারি—দুই তালিকাতেই নবী দ্বিতীয়। ওয়ানডেতে ৩৭৯১ রান করে আফগানিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক রহমত শাহ। এই সংস্করণে নবীর উইকেট ১৭১। ১৯২ উইকেট নিয়ে আফগানদের সর্বোচ্চ উইকেটশিকারী রশিদ খান।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৪০ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে