বিকেলে টিম হোটেলে ফিরবেন সোলোজানো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ১৩: ২০

হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর শঙ্কামুক্ত হয়ে জেরেমি সোলোজানো আজ বিকেলে ওয়েস্ট ইন্ডিজ দলের হোটেলে ফিরবেন। নিশ্চিত করা হয়েছে তিনি আঘাত পেয়েছেন। এখন তার কনকশন সাব হিসেবে শাই হোপকে নামানোর অনুমতি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির কনকাশন সাবস্টিটিউশন নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে হোপকে নামানোর অনুমতি দিয়েছেন। 

গতকাল গল টেস্টে নিজের অভিষেক টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন সোলোজানো। দিনের প্রথম সেশনের ২৪ তম ওভারে শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সোলোজানো। রোস্টন চেজের করা ওভারের চতুর্থ বলটি ছিল একটু খাটো লেংথের। দিমুথ করুনারত্নের পুল শটে বল সোলোজানো কপালের ঠিক ওপরে হেলমেটে আঘাত লেগেছিল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়েছিলেন সোলোজানো। 

মাঠেই প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে  স্ক্যান করাতে অ্যাম্বুলেন্সে করে সোলজানোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সোলোজানোকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট গতকাল জানিয়েছিল, পরীক্ষা নিরীক্ষার পর মাথায় জটিল কিছু ধরা পড়েনি। তবু আজ সারা রাত হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন তিনি। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আজ তিনি টিম হোটেলে ফিরছেন।     

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত