ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার কাছে সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশ নিজেদের মাঠে মারাত্মক নাকানিচুবানি খেয়েছে। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন মুশফিকুর রহিম-মাহমুদুল হাসান জয়রা। দক্ষিণ আফ্রিকার পেসার এবার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরাদের তালিকায়।
আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে অক্টোবরের সেরা ক্রিকেটারের মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এখানে রাবাদার প্রতিদ্বন্দ্বী হলেন নোমান আলী ও মিচেল স্যান্টনার। গত মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রাবাদা। প্রোটিয়া পেসার দুই বার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছিলেন। সিরিজসেরাও হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদার গত মাসে উইকেট এই ১৪টিই। তাঁর সঙ্গে ১৪ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী।
নোমান, স্যান্টনার এই দুই ক্রিকেটারও অক্টোবরে দারুণ ভেলকি দেখিয়েছেন। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন নোমান। সবকটি উইকেটই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। খেলেছিলেন কেবল ২ টেস্ট। যার মধ্যে মুলতানে দ্বিতীয় টেস্টে নেন ১১ উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও নোমানের জন্য এটা প্রথম।
অক্টোবরে রীতিমতো তাক লাগানো বোলিং করেন স্যান্টনার। আন্তর্জাতিক ক্রিকেটে ১ ম্যাচ খেলেই কিউই এই বাঁহাতি স্পিনার নেন ১৩ উইকেট। এটা তাঁর টেস্টে এক ম্যাচে সেরা বোলিং কীর্তি। পুনেতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন ভেলকি দেখান তিনি। তাঁর সমান ১৩ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পেয়েছিলেন আরও ৪ বোলার। তাঁদের মধ্যে আছেন তাইজুল ইসলামও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার কাছে সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশ নিজেদের মাঠে মারাত্মক নাকানিচুবানি খেয়েছে। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন মুশফিকুর রহিম-মাহমুদুল হাসান জয়রা। দক্ষিণ আফ্রিকার পেসার এবার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরাদের তালিকায়।
আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে অক্টোবরের সেরা ক্রিকেটারের মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এখানে রাবাদার প্রতিদ্বন্দ্বী হলেন নোমান আলী ও মিচেল স্যান্টনার। গত মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রাবাদা। প্রোটিয়া পেসার দুই বার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছিলেন। সিরিজসেরাও হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদার গত মাসে উইকেট এই ১৪টিই। তাঁর সঙ্গে ১৪ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী।
নোমান, স্যান্টনার এই দুই ক্রিকেটারও অক্টোবরে দারুণ ভেলকি দেখিয়েছেন। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন নোমান। সবকটি উইকেটই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। খেলেছিলেন কেবল ২ টেস্ট। যার মধ্যে মুলতানে দ্বিতীয় টেস্টে নেন ১১ উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও নোমানের জন্য এটা প্রথম।
অক্টোবরে রীতিমতো তাক লাগানো বোলিং করেন স্যান্টনার। আন্তর্জাতিক ক্রিকেটে ১ ম্যাচ খেলেই কিউই এই বাঁহাতি স্পিনার নেন ১৩ উইকেট। এটা তাঁর টেস্টে এক ম্যাচে সেরা বোলিং কীর্তি। পুনেতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন ভেলকি দেখান তিনি। তাঁর সমান ১৩ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পেয়েছিলেন আরও ৪ বোলার। তাঁদের মধ্যে আছেন তাইজুল ইসলামও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১৩ উইকেট।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১২ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে