ক্রীড়া ডেস্ক
বেঙ্গালুরুতে ১৬ অক্টোবর শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজ শুরু হতে না হতেই একের পর এক ঝামেলা দেখা যাচ্ছে নিউজিল্যান্ড দলে। যার মধ্যে সবচেয়ে আলোচনা কেইন উইলিয়ামসনকে নিয়ে। চোটে পড়ায় ভারত সিরিজে পুরোটা সময় তাঁকে পাওয়া যাবে না।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কুঁচকির চোটে আক্রান্ত হলেন উইলিয়ামসন। এ কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি তিনি মিস করবেন। ৩৪ বছর বয়সী কিউই ক্রিকেটার এই চোটে আক্রান্ত হয়েছেন সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। যার ফলে ভারত সফরে দেরিতে যোগ দেবেন উইলিয়ামসন। তিন ম্যাচের টেস্ট সিরিজে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলার সৌভাগ্য তাঁর হয়নি এখনো।
উইলিয়ামসন ভারত সিরিজের শেষ অংশে খেলতে পারবেন বলে আশা নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচক স্যাম ওয়েলসের। একই সঙ্গে ওয়েলস নিশ্চিত করেছেন যে উইলিয়াম প্রথম টেস্ট মিস করবেন। এনজেডসি নির্বাচক বলেন, ‘চোট (উইলিয়ামসনের চোট) যেন আরও মারাত্মক না হয়, তাতে উইলিয়ামসনের বিশ্রামে থাকাটাই সবচেয়ে ভালো হবে। পুনর্বাসন যদি পরিকল্পনামতো এগোয়, আমরা সফরে পরের দিকে তাকে পেতে আশাবাদী।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ১৭ সদস্যের দলে নিউজিল্যান্ডের পরিচিত ক্রিকেটাররাই আছেন। রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপসের মতো ব্যাটাররা থাকছেন। যার মধ্যে রাচীন, ফিলিপস বোলিংয়েও পার্থক্য গড়ে দিতে পারেন। মাইকেল ব্রেসওয়েল খেলবেন প্রথম টেস্ট। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ায় ভারত সিরিজে প্রথম ম্যাচ শেষেই নিউজিল্যান্ডে ফিরবেন। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে ইশ সোধিকে।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে ৬ নম্বরে নিউজিল্যান্ড। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে কিউইরা। যেখানে গলে সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানরা জেতে ইনিংস ও ১৫৪ রানে। এই সিরিজে ধবলধোলাইয়ের পর টেস্টে নেতৃত্ব ছেড়ে দেন টিম সাউদি।
এরপর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কিউইদের অধিনায়ক হয়েছেন টম লাথাম।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ তিনটি হবে তিন ভেন্যুতে। প্রথম টেস্টের পর দুই দলকে চলে যেতে হবে পুনেতে। ২৪ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
২০২৩ আইপিএল থেকে চোট যেন পিছুই ছাড়ছে না কেইন উইলিয়ামসনের। চোট জর্জর উইলিয়ামসনকে গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে হয়েছিল বেছে বেছে। ১০ ম্যাচের মধ্যে খেলেছিলেন ৪ ম্যাচ। ৮৫.৩৩ গড়ে করেছিলেন ২৫৬ রান। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর ফিফটি ছিল তিনটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল (প্রথম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), টিম সাউদি, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স, ম্যাট হেনরি
বেঙ্গালুরুতে ১৬ অক্টোবর শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজ শুরু হতে না হতেই একের পর এক ঝামেলা দেখা যাচ্ছে নিউজিল্যান্ড দলে। যার মধ্যে সবচেয়ে আলোচনা কেইন উইলিয়ামসনকে নিয়ে। চোটে পড়ায় ভারত সিরিজে পুরোটা সময় তাঁকে পাওয়া যাবে না।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কুঁচকির চোটে আক্রান্ত হলেন উইলিয়ামসন। এ কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি তিনি মিস করবেন। ৩৪ বছর বয়সী কিউই ক্রিকেটার এই চোটে আক্রান্ত হয়েছেন সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। যার ফলে ভারত সফরে দেরিতে যোগ দেবেন উইলিয়ামসন। তিন ম্যাচের টেস্ট সিরিজে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলার সৌভাগ্য তাঁর হয়নি এখনো।
উইলিয়ামসন ভারত সিরিজের শেষ অংশে খেলতে পারবেন বলে আশা নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচক স্যাম ওয়েলসের। একই সঙ্গে ওয়েলস নিশ্চিত করেছেন যে উইলিয়াম প্রথম টেস্ট মিস করবেন। এনজেডসি নির্বাচক বলেন, ‘চোট (উইলিয়ামসনের চোট) যেন আরও মারাত্মক না হয়, তাতে উইলিয়ামসনের বিশ্রামে থাকাটাই সবচেয়ে ভালো হবে। পুনর্বাসন যদি পরিকল্পনামতো এগোয়, আমরা সফরে পরের দিকে তাকে পেতে আশাবাদী।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ১৭ সদস্যের দলে নিউজিল্যান্ডের পরিচিত ক্রিকেটাররাই আছেন। রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপসের মতো ব্যাটাররা থাকছেন। যার মধ্যে রাচীন, ফিলিপস বোলিংয়েও পার্থক্য গড়ে দিতে পারেন। মাইকেল ব্রেসওয়েল খেলবেন প্রথম টেস্ট। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ায় ভারত সিরিজে প্রথম ম্যাচ শেষেই নিউজিল্যান্ডে ফিরবেন। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে ইশ সোধিকে।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে ৬ নম্বরে নিউজিল্যান্ড। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে কিউইরা। যেখানে গলে সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানরা জেতে ইনিংস ও ১৫৪ রানে। এই সিরিজে ধবলধোলাইয়ের পর টেস্টে নেতৃত্ব ছেড়ে দেন টিম সাউদি।
এরপর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কিউইদের অধিনায়ক হয়েছেন টম লাথাম।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ তিনটি হবে তিন ভেন্যুতে। প্রথম টেস্টের পর দুই দলকে চলে যেতে হবে পুনেতে। ২৪ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
২০২৩ আইপিএল থেকে চোট যেন পিছুই ছাড়ছে না কেইন উইলিয়ামসনের। চোট জর্জর উইলিয়ামসনকে গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে হয়েছিল বেছে বেছে। ১০ ম্যাচের মধ্যে খেলেছিলেন ৪ ম্যাচ। ৮৫.৩৩ গড়ে করেছিলেন ২৫৬ রান। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর ফিফটি ছিল তিনটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল (প্রথম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), টিম সাউদি, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স, ম্যাট হেনরি
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৭ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে