ক্রীড়া ডেস্ক
একদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজবে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চে খেলতে নামার আগে অবশ্য দলগুলো কিছু প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল রাত সাড়ে ৮টায় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলনের সুযোগ-সুবিধা পছন্দ হয়নি বলে তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ভারত। বিশ্বকাপকে সামনে রেখে গত বুধবার থেকে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছেন রোহিত শর্মা-জাসপ্রিত বুমরারা। ক্যান্টিয়াগ পার্কের সকল সুযোগ-সুবিধা ‘গড়পড়তা’ মানের বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
ভারতের অসন্তুষ্টর বিষয়টি এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘পিচ থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ-সুবিধা অস্থায়ী। এটা বলা ভালো হবে যে, সবকিছু গড়পড়তা মানের। দল এ নিয়ে তাদের উদ্বিগ্ন জানিয়েছে।’
শুধু মাঠের সুযোগ-সুবিধা নিয়েই নয়, খাবার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় দল। জানা গেছে, অনুশীলনের সময় যে খাবার সরবরাহ করা হয়েছে তা পর্যাপ্ত পরিমাণের ছিল না। এ ছাড়া অনুশীলন সেশন কাভার করতে আসা সাংবাদিকদের বক্সে করে খাবার দেওয়ায় অনেক খেলোয়াড় নাকি খুশি হননি।
তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য ভিন্ন কিছু জানিয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো দল বা ব্যক্তি এমন অভিযোগ জানায়নি। আইসিসি জানিয়েছে, ক্যান্টিয়াগ পার্কের অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে কোনো দল এখনো অভিযোগ কিংবা উদ্বেগ প্রকাশ করেনি।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তা ছাড়া ৩৪ হাজার দর্শকাসনের এ মাঠেই মূল পর্বের তিনটি ম্যাচ খেলবে ভারত। নিউইয়র্ক থেকে কাছাকাছি হওয়ায় তাই ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছে ভারত। ক্যান্টিয়াগ পার্কের মতোই নাসাউ স্টেডিয়ামের পিচসহ পুরো গ্যালারি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে।
একদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজবে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চে খেলতে নামার আগে অবশ্য দলগুলো কিছু প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল রাত সাড়ে ৮টায় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলনের সুযোগ-সুবিধা পছন্দ হয়নি বলে তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ভারত। বিশ্বকাপকে সামনে রেখে গত বুধবার থেকে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছেন রোহিত শর্মা-জাসপ্রিত বুমরারা। ক্যান্টিয়াগ পার্কের সকল সুযোগ-সুবিধা ‘গড়পড়তা’ মানের বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
ভারতের অসন্তুষ্টর বিষয়টি এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘পিচ থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ-সুবিধা অস্থায়ী। এটা বলা ভালো হবে যে, সবকিছু গড়পড়তা মানের। দল এ নিয়ে তাদের উদ্বিগ্ন জানিয়েছে।’
শুধু মাঠের সুযোগ-সুবিধা নিয়েই নয়, খাবার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় দল। জানা গেছে, অনুশীলনের সময় যে খাবার সরবরাহ করা হয়েছে তা পর্যাপ্ত পরিমাণের ছিল না। এ ছাড়া অনুশীলন সেশন কাভার করতে আসা সাংবাদিকদের বক্সে করে খাবার দেওয়ায় অনেক খেলোয়াড় নাকি খুশি হননি।
তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য ভিন্ন কিছু জানিয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো দল বা ব্যক্তি এমন অভিযোগ জানায়নি। আইসিসি জানিয়েছে, ক্যান্টিয়াগ পার্কের অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে কোনো দল এখনো অভিযোগ কিংবা উদ্বেগ প্রকাশ করেনি।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তা ছাড়া ৩৪ হাজার দর্শকাসনের এ মাঠেই মূল পর্বের তিনটি ম্যাচ খেলবে ভারত। নিউইয়র্ক থেকে কাছাকাছি হওয়ায় তাই ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছে ভারত। ক্যান্টিয়াগ পার্কের মতোই নাসাউ স্টেডিয়ামের পিচসহ পুরো গ্যালারি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
১ মিনিট আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
২৬ মিনিট আগেবছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশ
১ ঘণ্টা আগেঅঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
১ ঘণ্টা আগে