ক্রীড়া ডেস্ক
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে অলআউট করে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আরও একবার মুখ থুবড়ে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। আর তাতেই ক্রাইস্টচার্চ টেস্টে আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ও ২৭৬ রানের বড় জয় পেয়েছে কিউইরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম ইনিংস ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। ১৮ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে এই প্রথম জয়ের দেখা পেল কিউইরা। ২০০৪ সালে অকল্যান্ডে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে জিতেছিল নিউজিল্যান্ড।
৩ উইকেটে ৩৪ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিউই বোলারদের তোপে আড়াই ঘণ্টার বেশি ব্যাট করতে পারেনি ডিন এলগারের দল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থেমেছে ১১১ রানে। দিনের দ্বিতীয় বলেই ম্যাট হেনরির ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হোন রাসি ফন ডার ডুসেন। পরে কাইল জেমিসনের বলে প্রথম স্লিপে ধরা পড়েন জুবাইর হামজা।
ষষ্ঠ উইকেটে প্রতিরোধের আভাস দিয়েও সুবিধা করতে পারেননি টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা। বাকি ব্যাটাররাও টিম সাউদি-হেনরিদের সামনে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে সফরকারীদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন সাউদি। আর প্রথম ইনিংসের ৭ উইকেট নেওয়া হেনরির শিকার ২ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলেছিল ৪৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন হেনরি নিকোলস। তা ছাড়া টম ব্লান্ডেল ৯৬ আর হেনরি করেছিলেন অপরাজিত ৫৮ রান। প্রথম ইনিংস শেষে ৩৮৭ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে অলআউট করে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আরও একবার মুখ থুবড়ে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। আর তাতেই ক্রাইস্টচার্চ টেস্টে আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ও ২৭৬ রানের বড় জয় পেয়েছে কিউইরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম ইনিংস ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। ১৮ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে এই প্রথম জয়ের দেখা পেল কিউইরা। ২০০৪ সালে অকল্যান্ডে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে জিতেছিল নিউজিল্যান্ড।
৩ উইকেটে ৩৪ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিউই বোলারদের তোপে আড়াই ঘণ্টার বেশি ব্যাট করতে পারেনি ডিন এলগারের দল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থেমেছে ১১১ রানে। দিনের দ্বিতীয় বলেই ম্যাট হেনরির ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হোন রাসি ফন ডার ডুসেন। পরে কাইল জেমিসনের বলে প্রথম স্লিপে ধরা পড়েন জুবাইর হামজা।
ষষ্ঠ উইকেটে প্রতিরোধের আভাস দিয়েও সুবিধা করতে পারেননি টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা। বাকি ব্যাটাররাও টিম সাউদি-হেনরিদের সামনে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে সফরকারীদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন সাউদি। আর প্রথম ইনিংসের ৭ উইকেট নেওয়া হেনরির শিকার ২ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলেছিল ৪৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন হেনরি নিকোলস। তা ছাড়া টম ব্লান্ডেল ৯৬ আর হেনরি করেছিলেন অপরাজিত ৫৮ রান। প্রথম ইনিংস শেষে ৩৮৭ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
১ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ..
৩ ঘণ্টা আগে