ক্রীড়া ডেস্ক
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। কেননা, ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেলে বাংলাদেশ খেলতে পারবে না চ্যাম্পিয়নস ট্রফি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আগের ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। রোহিত, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই।
অন্যদিকে নেদারল্যান্ডসও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে। নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব দুটিই সামলাবেন স্কট এডওয়ার্ডস। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত, যার মধ্যে মারউই স্পিন বোলিং অলরাউন্ডার। অন্যদিকে পেস আক্রমণে থাকছেন বাস ডি লিড, লোগান ফন বিক ও পল ফন মিকিরেন। যেখানে ডি লিড পেস বোলিং অলরাউন্ডার।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। কেননা, ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেলে বাংলাদেশ খেলতে পারবে না চ্যাম্পিয়নস ট্রফি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আগের ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। রোহিত, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই।
অন্যদিকে নেদারল্যান্ডসও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে। নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব দুটিই সামলাবেন স্কট এডওয়ার্ডস। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত, যার মধ্যে মারউই স্পিন বোলিং অলরাউন্ডার। অন্যদিকে পেস আক্রমণে থাকছেন বাস ডি লিড, লোগান ফন বিক ও পল ফন মিকিরেন। যেখানে ডি লিড পেস বোলিং অলরাউন্ডার।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে