ক্রীড়া ডেস্ক
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪৩ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে