ক্রীড়া ডেস্ক
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেক টেস্টে দলের পরাজয় দেখলেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম ইনিংসের ২ উইকেটের বিপরীতে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া হাসান তাঁর পুরস্কারও পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচ দিয়েই যে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ৯৫তম স্থানে আছেন সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ।
হাসানের সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকির হাসান ও খালেদ মাহমুদের। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট পাওয়ায় ৬ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৮৩ নম্বরে আছেন খালেদ। তবে বোলারদের তালিকায় পিছিয়েছেন তাইজুল ইসলাম (১৮ নম্বরে), মিরাজ (২৪) ও সাকিব আল হাসান (১)।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা মুমিনুল ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় আছেন ৪৬ নম্বরে। একই পজিশনে তাঁর সঙ্গে আছেন বাংলাদেশকে সিরিজ দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া কামিন্দু মেন্ডিস। ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস এবং আশিতা ফার্নান্দোর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৯ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ৪ উইকেট নেওয়া ফার্নান্দো বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন।
বাংলাদেশের হয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করা মিরাজ ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। অন্যদিকে দুই ইনিংসে ৫৪ এবং ১৯ রান করে ৩ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন জাকির হাসান। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারের শীর্ষ তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলারদের চূড়ায় আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিনেরই সতীর্থ রবীন্দ্র জাদেজা।
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেক টেস্টে দলের পরাজয় দেখলেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম ইনিংসের ২ উইকেটের বিপরীতে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া হাসান তাঁর পুরস্কারও পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচ দিয়েই যে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ৯৫তম স্থানে আছেন সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ।
হাসানের সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকির হাসান ও খালেদ মাহমুদের। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট পাওয়ায় ৬ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৮৩ নম্বরে আছেন খালেদ। তবে বোলারদের তালিকায় পিছিয়েছেন তাইজুল ইসলাম (১৮ নম্বরে), মিরাজ (২৪) ও সাকিব আল হাসান (১)।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা মুমিনুল ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় আছেন ৪৬ নম্বরে। একই পজিশনে তাঁর সঙ্গে আছেন বাংলাদেশকে সিরিজ দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া কামিন্দু মেন্ডিস। ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস এবং আশিতা ফার্নান্দোর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৯ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ৪ উইকেট নেওয়া ফার্নান্দো বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন।
বাংলাদেশের হয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করা মিরাজ ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। অন্যদিকে দুই ইনিংসে ৫৪ এবং ১৯ রান করে ৩ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন জাকির হাসান। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারের শীর্ষ তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলারদের চূড়ায় আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিনেরই সতীর্থ রবীন্দ্র জাদেজা।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১৩ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে