নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন লড়ে যাচ্ছেন মুমিনুল হক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের যা সর্বনাশ হওয়ার হয়েছিল দ্বিতীয় দিন বিকেলেই। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন শান্তরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তো ধৈর্যের পরীক্ষা দিতেই ব্যর্থ বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৭ রান করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেল স্বাগতিকেরা। মুমিনুল ৭৪ রান করে অপরাজিত আছেন।
তৃতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারেই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকদের প্রথম ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে শান্তকে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ক্যাচ তুলে দিলেন অধিনায়ক কাইল ভেরেইনের হাতে। ১৭ বলে ২ চারে ৯ রান করে আউট হয়েছেন শান্ত।
অধিনায়ক শান্তর পর একে একে ড্রেসিংরুমের পথ ধরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৪ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই বাংলাদেশ পরিণত হয় ৮ উইকেটে ৪৮ রানে। মুশফিক, অঙ্কন দুজনেই ডাক মেরেছেন। মিরাজ আউট হয়েছেন ১ রান করে; যার মধ্যে মিরাজ, অঙ্কন দুই ব্যাটারকে একই ওভারে (১৫তম ওভারে) ফিরিয়েছেন রাবাদা। টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটরক্ষক হিসেবে যেমন ব্যর্থ, ব্যাটিংয়েও সেই ছাপ দেখা গেছে।
অঙ্কনকে ফিরিয়েই টেস্ট ইনিংসে ১৬ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রাবাদা। ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৪৮ রানে পরিণত হওয়া বাংলাদেশের সামনে তখন ১০০-এর আগে অলআউট হওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। এক প্রান্ত আগলে রেখে মুমিনুল খেললেও বাকি দুই ব্যাটার তাইজুল ইসলাম, নাহিদ রানাকে নিয়ে কতক্ষণই বা টিকবে বাংলাদেশ—এমন আশঙ্কা কাজ করছিল। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই প্রতিরোধ গড়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন মুমিনুল ও তাইজুল। নবম উইকেট জুটিতে মুমিনুল-তাইজুল ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেন। এই জুটি গড়তে ১৩৯ বল খেলেছেন তাঁরা। টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করতে মুমিনুলের আরও ২৬ রান করতে হবে। তাইজুল ৬৭ বল খেলে ১৮ রানে অপরাজিত।
মুমিনুল-তাইজুলের জুটি বাংলাদেশকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকেই রক্ষা করেছে। ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয়েছিল। এ ঘটনা ঘটেছিল দুবার। প্রথমবার ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয়টি ১৯ পর বছর মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে।
টেস্টে ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংস
স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল
৮৭ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০০২
৮৭ পাকিস্তান মিরপুর ২০২১
৯১ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০০
১০২ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০২২
১০৬ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০৫
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন লড়ে যাচ্ছেন মুমিনুল হক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের যা সর্বনাশ হওয়ার হয়েছিল দ্বিতীয় দিন বিকেলেই। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন শান্তরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তো ধৈর্যের পরীক্ষা দিতেই ব্যর্থ বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৭ রান করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেল স্বাগতিকেরা। মুমিনুল ৭৪ রান করে অপরাজিত আছেন।
তৃতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারেই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকদের প্রথম ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে শান্তকে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ক্যাচ তুলে দিলেন অধিনায়ক কাইল ভেরেইনের হাতে। ১৭ বলে ২ চারে ৯ রান করে আউট হয়েছেন শান্ত।
অধিনায়ক শান্তর পর একে একে ড্রেসিংরুমের পথ ধরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৪ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই বাংলাদেশ পরিণত হয় ৮ উইকেটে ৪৮ রানে। মুশফিক, অঙ্কন দুজনেই ডাক মেরেছেন। মিরাজ আউট হয়েছেন ১ রান করে; যার মধ্যে মিরাজ, অঙ্কন দুই ব্যাটারকে একই ওভারে (১৫তম ওভারে) ফিরিয়েছেন রাবাদা। টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটরক্ষক হিসেবে যেমন ব্যর্থ, ব্যাটিংয়েও সেই ছাপ দেখা গেছে।
অঙ্কনকে ফিরিয়েই টেস্ট ইনিংসে ১৬ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রাবাদা। ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৪৮ রানে পরিণত হওয়া বাংলাদেশের সামনে তখন ১০০-এর আগে অলআউট হওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। এক প্রান্ত আগলে রেখে মুমিনুল খেললেও বাকি দুই ব্যাটার তাইজুল ইসলাম, নাহিদ রানাকে নিয়ে কতক্ষণই বা টিকবে বাংলাদেশ—এমন আশঙ্কা কাজ করছিল। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই প্রতিরোধ গড়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন মুমিনুল ও তাইজুল। নবম উইকেট জুটিতে মুমিনুল-তাইজুল ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেন। এই জুটি গড়তে ১৩৯ বল খেলেছেন তাঁরা। টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করতে মুমিনুলের আরও ২৬ রান করতে হবে। তাইজুল ৬৭ বল খেলে ১৮ রানে অপরাজিত।
মুমিনুল-তাইজুলের জুটি বাংলাদেশকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকেই রক্ষা করেছে। ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয়েছিল। এ ঘটনা ঘটেছিল দুবার। প্রথমবার ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয়টি ১৯ পর বছর মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে।
টেস্টে ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংস
স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল
৮৭ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০০২
৮৭ পাকিস্তান মিরপুর ২০২১
৯১ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০০
১০২ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০২২
১০৬ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০৫
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২০ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে