ক্রীড়া ডেস্ক
দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ের রীতিমতো নাভিশ্বাস তুলছেন তিনি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরই মধ্যে জিম্বাবুয়ের একটি তুলে নিয়েছেন। সাইফউদ্দিনের মতো তাসকিন আহমেদও পেয়েছেন উইকেটের দেখা। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রানের চাকা সচল রাখতে হিমশিম খাচ্ছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান করেছে সফরকারীরা।
টস হেরে ব্যাটিং পাওয়া জিম্বাবুয়ের দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও জয়লর্ড গাম্বি বেশ হাসফাস করতে থাকেন প্রথম থেকেই। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জিম্বাবুয়ে প্রথম তিন ওভারে যোগ করে ৭ রান। সেখানে শরীফুল ইসলাম দুই ওভারে দেন ৫ রান। ১ ওভার বোলিংয়ে ১ রান দেন শেখ মেহেদী হাসান। দলীয় ১৫ রানে ভেঙে যায় জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারের শেষ বলে মারুমানিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নেন শান্ত। মারুমানি করেন ৪ বলে ২ রান। রিভিউ দেখে আউট ঘোষণা করেন আম্পায়ার। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) ১ উইকেটে ২২ রান করে জিম্বাবুয়ে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। অষ্টম ওভারের প্রথম বলে সাইফউদ্দিনকে তুলে মারতে যান গাম্বি। এজ হওয়া বল মিড অফে ধরেছেন শান্ত। গাম্বি করেন ৩০ বলে ১৭ রান। ৩০ রানে ২ উইকেট হারানোর পর চারে ব্যাটিংয়ে নামেন সিকান্দার রাজা। তবে জিম্বাবুয়ে অধিনায়ক ৮ বলে ৩ রান করে আউট হয়েছেন। দশম ওভারের প্রথম বলে রিশাদ হোসেনকে কাভার দিয়ে উড়িয়ে মারতে যান রাজা। ডিপ এক্সট্রা কাভারে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন শান্ত।
দশম ওভারেই জোড়া ধাক্কা দিয়েছেন রিশাদ। একই ওভারের তৃতীয় বলে কাভার ড্রাইভ করতে যান ক্লাইভ মাদান্দে। এজ হওয়া বল স্লিপে ধরেন তানজিদ হাসান তামিম। দুই বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মাদান্দে। ১১তম ওভারের প্রথম বলে মেহেদী হাসানকে চার মারেন ক্রেগ আরভিন। পরের বলে রিভার্স সুইপ করতে গেলে ডিপ এক্সট্রা কাভারে সহজ ক্যাচ ধরেন লিটন দাস। ৪২ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন জোনাথন ক্যাম্পবেল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ক্যাম্পবেল অবশ্য আউট হয়ে যেতে পারতেন তাড়াতাড়ি। একই ওভারের পঞ্চম বলে স্লগ সুইপ করতে যান ক্যাম্পবেল। তবে আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি বাংলাদেশ উইকেটরক্ষক জাকের আলী অনিক।
দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ের রীতিমতো নাভিশ্বাস তুলছেন তিনি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরই মধ্যে জিম্বাবুয়ের একটি তুলে নিয়েছেন। সাইফউদ্দিনের মতো তাসকিন আহমেদও পেয়েছেন উইকেটের দেখা। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রানের চাকা সচল রাখতে হিমশিম খাচ্ছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান করেছে সফরকারীরা।
টস হেরে ব্যাটিং পাওয়া জিম্বাবুয়ের দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও জয়লর্ড গাম্বি বেশ হাসফাস করতে থাকেন প্রথম থেকেই। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জিম্বাবুয়ে প্রথম তিন ওভারে যোগ করে ৭ রান। সেখানে শরীফুল ইসলাম দুই ওভারে দেন ৫ রান। ১ ওভার বোলিংয়ে ১ রান দেন শেখ মেহেদী হাসান। দলীয় ১৫ রানে ভেঙে যায় জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারের শেষ বলে মারুমানিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নেন শান্ত। মারুমানি করেন ৪ বলে ২ রান। রিভিউ দেখে আউট ঘোষণা করেন আম্পায়ার। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) ১ উইকেটে ২২ রান করে জিম্বাবুয়ে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। অষ্টম ওভারের প্রথম বলে সাইফউদ্দিনকে তুলে মারতে যান গাম্বি। এজ হওয়া বল মিড অফে ধরেছেন শান্ত। গাম্বি করেন ৩০ বলে ১৭ রান। ৩০ রানে ২ উইকেট হারানোর পর চারে ব্যাটিংয়ে নামেন সিকান্দার রাজা। তবে জিম্বাবুয়ে অধিনায়ক ৮ বলে ৩ রান করে আউট হয়েছেন। দশম ওভারের প্রথম বলে রিশাদ হোসেনকে কাভার দিয়ে উড়িয়ে মারতে যান রাজা। ডিপ এক্সট্রা কাভারে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন শান্ত।
দশম ওভারেই জোড়া ধাক্কা দিয়েছেন রিশাদ। একই ওভারের তৃতীয় বলে কাভার ড্রাইভ করতে যান ক্লাইভ মাদান্দে। এজ হওয়া বল স্লিপে ধরেন তানজিদ হাসান তামিম। দুই বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মাদান্দে। ১১তম ওভারের প্রথম বলে মেহেদী হাসানকে চার মারেন ক্রেগ আরভিন। পরের বলে রিভার্স সুইপ করতে গেলে ডিপ এক্সট্রা কাভারে সহজ ক্যাচ ধরেন লিটন দাস। ৪২ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন জোনাথন ক্যাম্পবেল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ক্যাম্পবেল অবশ্য আউট হয়ে যেতে পারতেন তাড়াতাড়ি। একই ওভারের পঞ্চম বলে স্লগ সুইপ করতে যান ক্যাম্পবেল। তবে আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি বাংলাদেশ উইকেটরক্ষক জাকের আলী অনিক।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
২ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ..
৪ ঘণ্টা আগে