ক্রীড়া ডেস্ক
২০২৩ বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত। ভারত টানা ১০ ম্যাচ জিতে হোঁচট খেয়েছে ফাইনালে গিয়ে। অন্যদিকে ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া টানা ৯ ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন।
পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে খেলা ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংখ্যাই বেশি আইসিসির ২০২৩ বিশ্বকাপ দলে। ভারতের ৬ ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার আছেন আইসিসির ঘোষিত দলে। ৭৬৫ রান করা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা বিরাট কোহলি আছেন এই দলে। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আইসিসির দলেরও অধিনায়ক। কোহলির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত।
কোহলি, রোহিতের পাশাপাশি আছেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। রাহুল ব্যাটিংয়ে করেছেন ৪৫২ রান ও উইকেটরক্ষক হিসেবে ১৭টি ডিসমিসাল করেছেন। শামি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের সেরা বোলিং করেছেন। বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ উইকেট নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন বুমরা।
আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত খেলেছেন জাদেজা। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হলেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল। শামির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন জাম্পা। ম্যাক্সওয়েল ভাঙা পা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ফাইনালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেটও তুলে নিয়েছেন ম্যাক্সওয়েল।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ একাদশে একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দারুণ খেলেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি, সর্বোচ্চ ২০ ডিসমিসাল করেছেন তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২ সেঞ্চুরির দুটিই করেছেন ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক নিয়েছেন ২১ উইকেট। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন জেরাল্ড কোয়েটজি।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত): ৫৯৭ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৪.২৭
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা): ৫৯৪ রান; ৪ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৯.৪০; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
বিরাট কোহলি (ভারত): ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৯৫.৬২
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড): ৫৫২ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৯
লোকেশ রাহুল (ভারত): ৪৫২ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭৫.৩৩; ১৭ ডিসমিসাল; ১৬ ক্যাচ; ১ স্টাম্পিং
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ৪০০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৬.৬৭; ৬ উইকেট; ইকোনমি: ৪.৮১;
রবীন্দ্র জাদেজা (ভারত): ১২০ রান; ব্যাটিং গড়: ৪০; ১৬ উইকেট; ইকোনমি: ৪.২৫; ইনিংসে ৫ উইকেট: ১ টি
জসপ্রীত বুমরা (ভারত): ২০ উইকেট; ইকোনমি: ৪.০৬
দিলশান মাদুশঙ্ক (শ্রীলঙ্কা): ২১ উইকেট; ইকোনমি: ৪.০৬; ইনিংসে ৫ উইকেট: ১ টি
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২৩ উইকেট; ইকোনমি: ৫.৩৬
মোহাম্মদ শামি (ভারত): ২৪ উইকেট; ইকোনমি: ৫.২৬; ইনিংসে ৫ উইকেট:৩টি
দ্বাদশ ক্রিকেটার; জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) : ২০ উইকেট; ইকোনমি: ৬.২৩;
২০২৩ বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত। ভারত টানা ১০ ম্যাচ জিতে হোঁচট খেয়েছে ফাইনালে গিয়ে। অন্যদিকে ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া টানা ৯ ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন।
পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে খেলা ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংখ্যাই বেশি আইসিসির ২০২৩ বিশ্বকাপ দলে। ভারতের ৬ ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার আছেন আইসিসির ঘোষিত দলে। ৭৬৫ রান করা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা বিরাট কোহলি আছেন এই দলে। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আইসিসির দলেরও অধিনায়ক। কোহলির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত।
কোহলি, রোহিতের পাশাপাশি আছেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। রাহুল ব্যাটিংয়ে করেছেন ৪৫২ রান ও উইকেটরক্ষক হিসেবে ১৭টি ডিসমিসাল করেছেন। শামি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের সেরা বোলিং করেছেন। বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ উইকেট নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন বুমরা।
আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত খেলেছেন জাদেজা। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হলেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল। শামির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন জাম্পা। ম্যাক্সওয়েল ভাঙা পা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ফাইনালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেটও তুলে নিয়েছেন ম্যাক্সওয়েল।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ একাদশে একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দারুণ খেলেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি, সর্বোচ্চ ২০ ডিসমিসাল করেছেন তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২ সেঞ্চুরির দুটিই করেছেন ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক নিয়েছেন ২১ উইকেট। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন জেরাল্ড কোয়েটজি।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত): ৫৯৭ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৪.২৭
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা): ৫৯৪ রান; ৪ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৯.৪০; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
বিরাট কোহলি (ভারত): ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৯৫.৬২
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড): ৫৫২ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৯
লোকেশ রাহুল (ভারত): ৪৫২ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭৫.৩৩; ১৭ ডিসমিসাল; ১৬ ক্যাচ; ১ স্টাম্পিং
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ৪০০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৬.৬৭; ৬ উইকেট; ইকোনমি: ৪.৮১;
রবীন্দ্র জাদেজা (ভারত): ১২০ রান; ব্যাটিং গড়: ৪০; ১৬ উইকেট; ইকোনমি: ৪.২৫; ইনিংসে ৫ উইকেট: ১ টি
জসপ্রীত বুমরা (ভারত): ২০ উইকেট; ইকোনমি: ৪.০৬
দিলশান মাদুশঙ্ক (শ্রীলঙ্কা): ২১ উইকেট; ইকোনমি: ৪.০৬; ইনিংসে ৫ উইকেট: ১ টি
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২৩ উইকেট; ইকোনমি: ৫.৩৬
মোহাম্মদ শামি (ভারত): ২৪ উইকেট; ইকোনমি: ৫.২৬; ইনিংসে ৫ উইকেট:৩টি
দ্বাদশ ক্রিকেটার; জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) : ২০ উইকেট; ইকোনমি: ৬.২৩;
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে