নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের সময় ঘনিয়ে আসছে। ঠিক এই সময় মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। হঠাৎ দুই মাসের ছুটি নিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে পাকিস্তানে যেতে পারেন তাসকিন আহমেদ।
প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে খেলার কথা ছিল সাইফউদ্দিনের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে ছিলেন তিনি। শেষ মুহূর্তে ছুটি নেওয়ায় তাঁর পরিবর্তে তাসকিনের পাকিস্তান সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনর বদলি হিসেবে পাঠানো হচ্ছে তাসকিনকে। ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন।
সাইফউদ্দিনের ছুটির ব্যাপারে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকের পত্রিকাকে দেবাশীষ বলেন, ‘আমি ফিজিওর কাছে জেনেছি সাইফউদ্দিন দুই মাসের ছুটি নিয়েছে। সাইফউদ্দিনের কোনো মেডিকেল সমস্যা নেই। সে শারিরীকভাবে সুস্থ। সম্ভবত সাইফউদ্দিন নির্বাচক আর বিসিবির সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য যোগাযোগ করেছে।’ আকস্মিক ছুটির ব্যাপারে স্বয়ং সাইফউদ্দিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের সময় ঘনিয়ে আসছে। ঠিক এই সময় মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। হঠাৎ দুই মাসের ছুটি নিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে পাকিস্তানে যেতে পারেন তাসকিন আহমেদ।
প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে খেলার কথা ছিল সাইফউদ্দিনের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে ছিলেন তিনি। শেষ মুহূর্তে ছুটি নেওয়ায় তাঁর পরিবর্তে তাসকিনের পাকিস্তান সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনর বদলি হিসেবে পাঠানো হচ্ছে তাসকিনকে। ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন।
সাইফউদ্দিনের ছুটির ব্যাপারে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকের পত্রিকাকে দেবাশীষ বলেন, ‘আমি ফিজিওর কাছে জেনেছি সাইফউদ্দিন দুই মাসের ছুটি নিয়েছে। সাইফউদ্দিনের কোনো মেডিকেল সমস্যা নেই। সে শারিরীকভাবে সুস্থ। সম্ভবত সাইফউদ্দিন নির্বাচক আর বিসিবির সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য যোগাযোগ করেছে।’ আকস্মিক ছুটির ব্যাপারে স্বয়ং সাইফউদ্দিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৩৮ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে