ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে, তিনি বড্ড অচেনা। ‘রানমেশিন’ তকমা পাওয়া কোহলি এবার রানের জন্য সংগ্রাম করছেন। অফ ফর্মের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারতীয় ব্যাটার নাম লিখিয়েছেন বিব্রতকর রেকর্ডে। এই রেকর্ডে কোহলি পাচ্ছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমদেরও।
১০.৭১ গড় ও ১০০ স্ট্রাইকরেটে ৭৫ রান—এবারের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে কোহলি এমন স্কোর করেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগায় সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ডাকের দুটিই মেরেছেন কোহলি। ওপেনার হিসেবে নির্দিষ্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কমপক্ষে ৫ ইনিংস খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে কোহলির গড় তৃতীয় সর্বনিম্ন। বিব্রতকর রেকর্ডটিতে সর্বনিম্ন গড় সৌম্য সরকারের। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ২০১৬ বিশ্বকাপে ওপেনিংয়ে ৯.৬০ গড়ে ব্যাটিং করেছেন। এই তালিকায় কোহলি-সৌম্যর চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন দুই তামিম। তানজিদ তামিম এবারের বিশ্বকাপে ১০.৮৫ গড়ে করেছেন ৭৬ রান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে তামিম ইকবালের গড় ছিল ১১.২০। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ৫ ম্যাচ খেলে করেছিলেন ৫৬ রান।
ওপেনার হিসেবে নির্দিষ্ট কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন গড়ের তালিকায় সৌম্য-কোহলির মাঝে এক জিম্বাবুয়ের ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েসলি মাধেভেরে ৯.৮০ গড়ে ব্যাটিং করেছেন। ৫ ম্যাচে করেছিলেন ৪৯ রান। সর্বনিম্ন গড়ের পাঁচ ওপেনারদের মধ্যে স্ট্রাইকরেট সবচেয়ে বেশি এই মাধেভেরের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে জিম্বাবুয়ের এই ওপেনার ব্যাটিং করেন ১১৯.৫১ স্ট্রাইকরেটে। কোহলির স্ট্রাইকরেট ১০০। বাংলাদেশের তিন ব্যাটারের স্ট্রাইকরেট ১০০-এর নিচে। তামিম, তানজিদ তামিম এবং সৌম্যর স্ট্রাইকরেট ৭১.৭৯, ৯৬.২০ এবং ৮৫.৭১।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় এখনো সবার ওপরে কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে কোহলি করেছেন ১২১৬ রান। ১২১১ রান করে রোহিত শর্মা নিশ্বাস ফেলছেন কোহলির ঘাড়ে। বর্তমানে অফ ফর্মে থাকা কোহলি ২০১৪, ২০১৬—এ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরা ক্রিকেটার হয়েছেন। সেই দুবার ভারত হোঁচট খেয়েছে নকআউট পর্বে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে ওপেনারদের সর্বনিম্ন গড়
গড় দল ইনিংস রান আসর
সৌম্য সরকার ৯.৬০ বাংলাদেশ ৫ ৪৮ ২০১৬
ওয়েসলি মাধেভেরে ৯.৮০ জিম্বাবুয়ে ৫ ৪৯ ২০২২
বিরাট কোহলি ১০.৭১ ভারত ৭ ৭৫ ২০২৪
তানজিদ হাসান তামিম ১০.৮৫ বাংলাদেশ ৭ ৭৬ ২০২৪
তামিম ইকবাল ১১.২০ বাংলাদেশ ৫ ৫৬ ২০০৭
আরও পড়ুন: ফাইনালেই জ্বলে উঠবেন কোহলি, বলছেন রোহিত
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে, তিনি বড্ড অচেনা। ‘রানমেশিন’ তকমা পাওয়া কোহলি এবার রানের জন্য সংগ্রাম করছেন। অফ ফর্মের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারতীয় ব্যাটার নাম লিখিয়েছেন বিব্রতকর রেকর্ডে। এই রেকর্ডে কোহলি পাচ্ছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমদেরও।
১০.৭১ গড় ও ১০০ স্ট্রাইকরেটে ৭৫ রান—এবারের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে কোহলি এমন স্কোর করেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগায় সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ডাকের দুটিই মেরেছেন কোহলি। ওপেনার হিসেবে নির্দিষ্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কমপক্ষে ৫ ইনিংস খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে কোহলির গড় তৃতীয় সর্বনিম্ন। বিব্রতকর রেকর্ডটিতে সর্বনিম্ন গড় সৌম্য সরকারের। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ২০১৬ বিশ্বকাপে ওপেনিংয়ে ৯.৬০ গড়ে ব্যাটিং করেছেন। এই তালিকায় কোহলি-সৌম্যর চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন দুই তামিম। তানজিদ তামিম এবারের বিশ্বকাপে ১০.৮৫ গড়ে করেছেন ৭৬ রান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে তামিম ইকবালের গড় ছিল ১১.২০। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ৫ ম্যাচ খেলে করেছিলেন ৫৬ রান।
ওপেনার হিসেবে নির্দিষ্ট কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন গড়ের তালিকায় সৌম্য-কোহলির মাঝে এক জিম্বাবুয়ের ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েসলি মাধেভেরে ৯.৮০ গড়ে ব্যাটিং করেছেন। ৫ ম্যাচে করেছিলেন ৪৯ রান। সর্বনিম্ন গড়ের পাঁচ ওপেনারদের মধ্যে স্ট্রাইকরেট সবচেয়ে বেশি এই মাধেভেরের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে জিম্বাবুয়ের এই ওপেনার ব্যাটিং করেন ১১৯.৫১ স্ট্রাইকরেটে। কোহলির স্ট্রাইকরেট ১০০। বাংলাদেশের তিন ব্যাটারের স্ট্রাইকরেট ১০০-এর নিচে। তামিম, তানজিদ তামিম এবং সৌম্যর স্ট্রাইকরেট ৭১.৭৯, ৯৬.২০ এবং ৮৫.৭১।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় এখনো সবার ওপরে কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে কোহলি করেছেন ১২১৬ রান। ১২১১ রান করে রোহিত শর্মা নিশ্বাস ফেলছেন কোহলির ঘাড়ে। বর্তমানে অফ ফর্মে থাকা কোহলি ২০১৪, ২০১৬—এ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরা ক্রিকেটার হয়েছেন। সেই দুবার ভারত হোঁচট খেয়েছে নকআউট পর্বে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে ওপেনারদের সর্বনিম্ন গড়
গড় দল ইনিংস রান আসর
সৌম্য সরকার ৯.৬০ বাংলাদেশ ৫ ৪৮ ২০১৬
ওয়েসলি মাধেভেরে ৯.৮০ জিম্বাবুয়ে ৫ ৪৯ ২০২২
বিরাট কোহলি ১০.৭১ ভারত ৭ ৭৫ ২০২৪
তানজিদ হাসান তামিম ১০.৮৫ বাংলাদেশ ৭ ৭৬ ২০২৪
তামিম ইকবাল ১১.২০ বাংলাদেশ ৫ ৫৬ ২০০৭
আরও পড়ুন: ফাইনালেই জ্বলে উঠবেন কোহলি, বলছেন রোহিত
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে