আরমান হোসেন
ঢাকা: টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ৯ দলের ৮টিই কোনো না কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতেছে। এই তালিকায় বাকি শুধু বাংলাদেশ। ২০০০ সালে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ২১ বছরে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন—২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা।
১৯৯৯ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। ২০০৩ বিশ্বকাপে ভরাডুবির পর ২০০৭ বিশ্বকাপে শেষ আটে থেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে হওয়া ২০১১ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়। ২৮ বছর পর সেবার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। পরের বছর ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের পর শিরোপা খরা ঘুচিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলতেই পারেনি। সেবার শিরোপা জিতেছিল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফি নামকরণের আগে একবার এই শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে বাংলাদেশে হওয়া আইসিসির ‘মিনি বিশ্বকাপ’ জিতেছিল প্রোটিয়ারা। ২০০০ সালে আইসিসির এই টুর্নামেন্ট জেতে নিউজিল্যান্ড। এ দুই টুর্নামেন্টের প্রথমটিতে না খেললেও পরেরটা খেলেছিল বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিয়মিত খেলতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে খেলেছে বাংলাদেশ। ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ আটে গেলেও পরের তিনটিতে ভালো করতে পারেনি তারা।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থেমেছিল দ্বিতীয় রাউন্ডে। টানা দুই বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতার পর সেবার শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। পরের বছর ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থামে মাশরাফিদের দুর্দান্ত যাত্রা। সেবার আবারও শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। ২০১২ সালের পর ২০১৬ সালেও টি-টোয়েন্টি শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা গেছে পাকিস্তান দলের কাছে। বৃষ্টিভাগ্যে বাংলাদেশ সেবার সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে শেষ স্বপ্নযাত্রা। ২০১৯ বিশ্বকাপেও নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সব মিলিয়ে দুই দশকে কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ৯ দলের ৮টিই আইসিসি টুর্নামেন্টের কোনো না কোনো শিরোপা জিতেছেই।
সর্বশেষ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নিউজিল্যান্ড ২১ বছরের অপেক্ষা ফুরিয়েছে। কিউইরা সর্বশেষ আইসিসির টুর্নামেন্ট জিতেছে ২০০০ সালে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। ৭ ম্যাচে বাংলাদেশের একমাত্র অর্জন শ্রীলঙ্কার বিপক্ষে ড্র। এই এক ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে মুমিনুল হকের দল।
ঢাকা: টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ৯ দলের ৮টিই কোনো না কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতেছে। এই তালিকায় বাকি শুধু বাংলাদেশ। ২০০০ সালে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ২১ বছরে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন—২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা।
১৯৯৯ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। ২০০৩ বিশ্বকাপে ভরাডুবির পর ২০০৭ বিশ্বকাপে শেষ আটে থেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে হওয়া ২০১১ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়। ২৮ বছর পর সেবার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। পরের বছর ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের পর শিরোপা খরা ঘুচিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলতেই পারেনি। সেবার শিরোপা জিতেছিল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফি নামকরণের আগে একবার এই শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে বাংলাদেশে হওয়া আইসিসির ‘মিনি বিশ্বকাপ’ জিতেছিল প্রোটিয়ারা। ২০০০ সালে আইসিসির এই টুর্নামেন্ট জেতে নিউজিল্যান্ড। এ দুই টুর্নামেন্টের প্রথমটিতে না খেললেও পরেরটা খেলেছিল বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিয়মিত খেলতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে খেলেছে বাংলাদেশ। ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ আটে গেলেও পরের তিনটিতে ভালো করতে পারেনি তারা।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থেমেছিল দ্বিতীয় রাউন্ডে। টানা দুই বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতার পর সেবার শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। পরের বছর ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থামে মাশরাফিদের দুর্দান্ত যাত্রা। সেবার আবারও শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। ২০১২ সালের পর ২০১৬ সালেও টি-টোয়েন্টি শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা গেছে পাকিস্তান দলের কাছে। বৃষ্টিভাগ্যে বাংলাদেশ সেবার সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে শেষ স্বপ্নযাত্রা। ২০১৯ বিশ্বকাপেও নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সব মিলিয়ে দুই দশকে কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ৯ দলের ৮টিই আইসিসি টুর্নামেন্টের কোনো না কোনো শিরোপা জিতেছেই।
সর্বশেষ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নিউজিল্যান্ড ২১ বছরের অপেক্ষা ফুরিয়েছে। কিউইরা সর্বশেষ আইসিসির টুর্নামেন্ট জিতেছে ২০০০ সালে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। ৭ ম্যাচে বাংলাদেশের একমাত্র অর্জন শ্রীলঙ্কার বিপক্ষে ড্র। এই এক ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে মুমিনুল হকের দল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৬ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৮ ঘণ্টা আগে