নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, ঈশান কিষাণ যেন সেটা দেখাতেই মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিকেই যে দ্রুততম দ্বিশতকে রূপান্তর করলেন এই ভারতীয় ওপেনার।
রোহিত শর্মা চোটে না পড়লে এই ম্যাচও হয়তো বেঞ্চে বসেই কাটাতেন ঈশান। দলীয় ১৫ রানে ঈশান ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানকে হারান। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় তিন ঘণ্টার দানবীয় ব্যাটিংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্বাগতিক দর্শকদের কণ্ঠস্বরটাই যেন অবরুদ্ধ করে ফেলেন ঈশান।
২১০ রান করে যখন তাসকিনের বলে লিটন দাসের ক্যাচ হলেন, প্রাণ ফিরে পায় স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক। ৭ চার ও ১ ছক্কায় ৪৯ বলে প্রথম ফিফটি। ইনিংস যত সামনে এগিয়েছে ঈশানের ব্যাটের দুরন্তপনা ততই লাগাম ছাড়িয়েছে। পরের ফিফটি, অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁতে বল খরচ করেছেন ৩৬টি।
আরেক প্রান্তে কোহলির মতো ব্যাটারও যেন ঈশানের ব্যাটিংটাই উপভোগ করছিলেন। অমন ব্যাটিংয়ে অপর প্রান্তের ব্যাটারের আর কী-ইবা করার থাকে। তাসকিন আহমেদ-সাকিব আল হাসানদেরও চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না। সেঞ্চুরি থেকে দেড় শ রানে পৌঁছাতে ঈশানের লাগল মাত্র ১৮ বল। সেখান থেকে দ্বিশতকে পৌঁছাতে পাঁচ বল বেশি খেললেন। তা-ও ১২৬ বলের দ্বিশতকটি ওয়ানডে ইতিহাসের দ্রুততম হিসেবে জায়গা করে নিয়েছে।
শেষ পর্যন্ত ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রানে ঈশানকে ফেরান তাসকিন। এই প্রতিবেদন লেখার সময় ৪১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে ভারত। ৯১ বলে ১১৩ রান করে আউট হয়েছেন কোহলি। এটাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রান।
সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, ঈশান কিষাণ যেন সেটা দেখাতেই মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিকেই যে দ্রুততম দ্বিশতকে রূপান্তর করলেন এই ভারতীয় ওপেনার।
রোহিত শর্মা চোটে না পড়লে এই ম্যাচও হয়তো বেঞ্চে বসেই কাটাতেন ঈশান। দলীয় ১৫ রানে ঈশান ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানকে হারান। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় তিন ঘণ্টার দানবীয় ব্যাটিংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্বাগতিক দর্শকদের কণ্ঠস্বরটাই যেন অবরুদ্ধ করে ফেলেন ঈশান।
২১০ রান করে যখন তাসকিনের বলে লিটন দাসের ক্যাচ হলেন, প্রাণ ফিরে পায় স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক। ৭ চার ও ১ ছক্কায় ৪৯ বলে প্রথম ফিফটি। ইনিংস যত সামনে এগিয়েছে ঈশানের ব্যাটের দুরন্তপনা ততই লাগাম ছাড়িয়েছে। পরের ফিফটি, অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁতে বল খরচ করেছেন ৩৬টি।
আরেক প্রান্তে কোহলির মতো ব্যাটারও যেন ঈশানের ব্যাটিংটাই উপভোগ করছিলেন। অমন ব্যাটিংয়ে অপর প্রান্তের ব্যাটারের আর কী-ইবা করার থাকে। তাসকিন আহমেদ-সাকিব আল হাসানদেরও চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না। সেঞ্চুরি থেকে দেড় শ রানে পৌঁছাতে ঈশানের লাগল মাত্র ১৮ বল। সেখান থেকে দ্বিশতকে পৌঁছাতে পাঁচ বল বেশি খেললেন। তা-ও ১২৬ বলের দ্বিশতকটি ওয়ানডে ইতিহাসের দ্রুততম হিসেবে জায়গা করে নিয়েছে।
শেষ পর্যন্ত ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রানে ঈশানকে ফেরান তাসকিন। এই প্রতিবেদন লেখার সময় ৪১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে ভারত। ৯১ বলে ১১৩ রান করে আউট হয়েছেন কোহলি। এটাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৭ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৮ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৮ ঘণ্টা আগে