নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সাকিব আল হাসানকে হঠাৎ দেখে যে কেউ ধন্ধে পড়তে পারেন! মনে হতে পারে সুইমিংপুল থেকে গোসল করে এসেছেন। কেউ এমনটা মনে করলে অবশ্য দোষও দেওয়া যাবে না! আজ মিরপুর শেরেবাংলার ইনডোর থেকে সাকিব যখন ফিরছিলেন তখন তাঁর পুরো শরীর ভিজে জবুথবু। অবশ্য পানিতে নয়, এই ভেজা ঘামে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল সাকিবের দল মোহামেডানের খেলা ছিল না। দলের অন্যদেরও অনুশীলন করতে দেখা যায়নি। তবে কয়েকজন নেট বোলারকে নিয়ে সাকিব চলে এসেছিলেন মিরপুরে।
দুপুরে তখন শেখ জামাল ধানমন্ডি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা চলছিল। শেখ জামালের ইনিংসের শুরুতে হঠাৎ দেখা গেল বাউন্ডারি দড়ির পাশ ঘেঁষে সাকিব কয়েকজনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনডোরের দিকে। জ্যৈষ্ঠর খরতাপ উপেক্ষা করে এক ঘণ্টার ওপর সেখানে বোলিং–ব্যাটিংয়ে ঘাম ঝরান তিনি। শেখ জামালের ইনিংসের একেবারে শেষে রদিকে ফেরেন ইনডোর থেকে। সে সময় সাকিবকে দেখে মনে হচ্ছিল গোসল করে ফিরছেন।
ইনডোর থেকে ফিরেই মাঠ ছাড়েননি সাকিব। দিনের শেষ ম্যাচটা ছিল গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের। ততক্ষণে দুই দল মাঠে। ইনডোর থেকে ফেরার পথে সাকিবের সঙ্গে দেখা হয় গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহর। দুই জন মিলে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন। মাহমুদউল্লার সঙ্গে আড্ডা শেষ হতেই দেখা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও। লাল বলের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর মাঠ ছাড়েন সাকিব।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো ছন্দে ফিরতে পারেননি সাকিব। সব মিলিয়ে গত ৯ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন ৯৭ রান। উইকেট পেয়েছেন ম্যাচ সমান। ফর্মহীনতা দূর করে স্বরূপে ফিরতে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব। পরিশ্রম নামের সেই চাবিকাঠির সঙ্গে নিয়মিত দেখা তো দিচ্ছেন, এবার কি তবে সাফল্যের দেখা পাবেন?
ঢাকা: সাকিব আল হাসানকে হঠাৎ দেখে যে কেউ ধন্ধে পড়তে পারেন! মনে হতে পারে সুইমিংপুল থেকে গোসল করে এসেছেন। কেউ এমনটা মনে করলে অবশ্য দোষও দেওয়া যাবে না! আজ মিরপুর শেরেবাংলার ইনডোর থেকে সাকিব যখন ফিরছিলেন তখন তাঁর পুরো শরীর ভিজে জবুথবু। অবশ্য পানিতে নয়, এই ভেজা ঘামে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল সাকিবের দল মোহামেডানের খেলা ছিল না। দলের অন্যদেরও অনুশীলন করতে দেখা যায়নি। তবে কয়েকজন নেট বোলারকে নিয়ে সাকিব চলে এসেছিলেন মিরপুরে।
দুপুরে তখন শেখ জামাল ধানমন্ডি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা চলছিল। শেখ জামালের ইনিংসের শুরুতে হঠাৎ দেখা গেল বাউন্ডারি দড়ির পাশ ঘেঁষে সাকিব কয়েকজনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনডোরের দিকে। জ্যৈষ্ঠর খরতাপ উপেক্ষা করে এক ঘণ্টার ওপর সেখানে বোলিং–ব্যাটিংয়ে ঘাম ঝরান তিনি। শেখ জামালের ইনিংসের একেবারে শেষে রদিকে ফেরেন ইনডোর থেকে। সে সময় সাকিবকে দেখে মনে হচ্ছিল গোসল করে ফিরছেন।
ইনডোর থেকে ফিরেই মাঠ ছাড়েননি সাকিব। দিনের শেষ ম্যাচটা ছিল গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের। ততক্ষণে দুই দল মাঠে। ইনডোর থেকে ফেরার পথে সাকিবের সঙ্গে দেখা হয় গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহর। দুই জন মিলে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন। মাহমুদউল্লার সঙ্গে আড্ডা শেষ হতেই দেখা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও। লাল বলের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর মাঠ ছাড়েন সাকিব।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো ছন্দে ফিরতে পারেননি সাকিব। সব মিলিয়ে গত ৯ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন ৯৭ রান। উইকেট পেয়েছেন ম্যাচ সমান। ফর্মহীনতা দূর করে স্বরূপে ফিরতে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব। পরিশ্রম নামের সেই চাবিকাঠির সঙ্গে নিয়মিত দেখা তো দিচ্ছেন, এবার কি তবে সাফল্যের দেখা পাবেন?
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৯ ঘণ্টা আগে