ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর একটিমাত্র ম্যাচ বাংলাদেশ পাচ্ছে নিজেদের ঝালিয়ে নিতে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচের ভেন্যু দেখে যেন তা বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত।
৩৪ হাজার ধারণক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ১৬ ম্যাচ হবে, তার ৮টিই হবে এই মাঠে। যদিও স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয় তিন মাস আগে। একদম শূন্য থেকে শুরু করে স্বল্প সময়ের মধ্যে এটাকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়া সম্ভব হয়েছে। বিশ্বকাপের আবহ ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। ভারতের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এটা অবিশ্বাস্য। অদ্ভুত লাগছে। বোঝাতে চাইছি যে ইন্টারনেটে সবাই যখন দেখেছি, তখন কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে সত্যিকারের স্টেডিয়াম মনে হচ্ছে।’
নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে যে ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে, তা এসেছে সুদূর অ্যাডিলেড থেকে সাড়ে ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। নিউইয়র্কের স্টেডিয়াম দেখে এখনই রোমাঞ্চিত অনুভব করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি এমন কিছু আশা করিনি। তবে আমরা সামাজিক মাধ্যমে সবই দেখেছি যে উইকেট কেমন আচরণ করে, মাঠ কেমন হতে পারে। কী হতে যাচ্ছে, তা ভেবে আমরা খুবই রোমাঞ্চিত। ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠটা দেখতেই অনেক সুন্দর লাগছে।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর গ্রুপ পর্বেরও একটি ম্যাচ নিউইয়র্কে পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন ‘ডি’ গ্রুপের ম্যাচে নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ভারতের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই এই স্টেডিয়ামে। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর একটিমাত্র ম্যাচ বাংলাদেশ পাচ্ছে নিজেদের ঝালিয়ে নিতে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচের ভেন্যু দেখে যেন তা বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত।
৩৪ হাজার ধারণক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ১৬ ম্যাচ হবে, তার ৮টিই হবে এই মাঠে। যদিও স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয় তিন মাস আগে। একদম শূন্য থেকে শুরু করে স্বল্প সময়ের মধ্যে এটাকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়া সম্ভব হয়েছে। বিশ্বকাপের আবহ ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। ভারতের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এটা অবিশ্বাস্য। অদ্ভুত লাগছে। বোঝাতে চাইছি যে ইন্টারনেটে সবাই যখন দেখেছি, তখন কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে সত্যিকারের স্টেডিয়াম মনে হচ্ছে।’
নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে যে ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে, তা এসেছে সুদূর অ্যাডিলেড থেকে সাড়ে ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। নিউইয়র্কের স্টেডিয়াম দেখে এখনই রোমাঞ্চিত অনুভব করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি এমন কিছু আশা করিনি। তবে আমরা সামাজিক মাধ্যমে সবই দেখেছি যে উইকেট কেমন আচরণ করে, মাঠ কেমন হতে পারে। কী হতে যাচ্ছে, তা ভেবে আমরা খুবই রোমাঞ্চিত। ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠটা দেখতেই অনেক সুন্দর লাগছে।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর গ্রুপ পর্বেরও একটি ম্যাচ নিউইয়র্কে পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন ‘ডি’ গ্রুপের ম্যাচে নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ভারতের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই এই স্টেডিয়ামে। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
আরও পড়ুন:
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৪১ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে