হাসনাত শোয়েব, ঢাকা
ক্রিকেট দুনিয়ায় পাপুয়া নিউগিনি (পিএনজি) একেবারে অপরিচিত কোনো নাম নয়। বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারলেও ক্রিকেট মঞ্চে নিয়মিত বিরতিতেই দেখা যায় ওশেনিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রকে। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করা দেশটি এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। প্রথম পর্বের ম্যাচে ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষেও খেলবে প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশটি।
পাপুয়া নিউগিনির ক্রিকেটের কাঠামো গড়ে উঠেছে হানুয়াবাদা নামের একটি উপকূলীয় গ্রামকে ঘিরে, যে গ্রামকে বলা হয় সে দেশের ক্রিকেটের ‘প্রাণকেন্দ্র’। দেশটির জাতীয় দলে খেলা ৫০ শতাংশের বেশি ক্রিকেটারই এসেছেন এই গ্রাম থেকে।
লম্বা সময় স্থানীয়ভাবে ক্রিকেটের চর্চা থাকলেও ওয়ানডের মর্যাদা পেতে পাপুয়া নিউগিনিকে অপেক্ষা করতে হয় ২০১৪ সাল পর্যন্ত। এর আগের পথচলাটা অবশ্য মসৃণ ছিল না। তবে ক্রিকেটের কঠিন পথে বরাবরই দেশটিকে খেলোয়াড় জোগান দিয়ে গেছে হানুয়াবাদা গ্রাম। এই এলাকার মানুষের পাগলামি দেশটিতে ক্রিকেটের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। হানুয়াবাদাতেই হয় দেশটির জনপ্রিয় ক্রিকেট লিগ লিকলিক ক্রিকেট প্রতিযোগিতা।
শুধু এই লিকলিক প্রতিযোগিতাই নয়, হানুয়াবাদা গ্রাম থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা নিয়মিতই স্থানীয় শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে থাকেন। প্রতিদিন বিকেলে মাঠ এবং খালি রাস্তায় জমে ওঠে ক্রিকেট ম্যাচের লড়াই। বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের সেই মাঠ ও রাস্তায় নিয়মিতই খেলতে দেখা যায়। এই মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে নতুন খেলোয়াড়ও তৈরি হয়। স্বাভাবিকভাবেই জাতীয় দলে এই গ্রামের প্রতিনিধিত্বও থাকে বেশি। এমনকি পিএনজি জাতীয় দলের অধিনায়ক আসাদ ভালাও এ গ্রাম থেকে উঠে এসেছেন।
ছুটির দিনে গোটা হানুয়াবাদা গ্রামটাই যেন মাঠে এসে জড়ো হয়। এক পাশে সারি সারি গাছ আর অন্য পাশে সমুদ্রের জলরাশি—এর মধ্যে জমে শিশু-কিশোরদের ক্রিকেট লড়াই। এই খুদে ক্রিকেটারদের মধ্য থেকে কেউ কেউ একসময় জাতীয় দলে খেলতে শুরু করে। পিএনজিতে প্রায় ২৫ হাজার স্কুলশিক্ষার্থী আছে, যাদের ৪৮ শতাংশ মেয়ে। শুধু ছেলেদের ক্রিকেটই নয়, এই অঞ্চলের মেয়েদের ক্রিকেটও বেশ অগ্রসর।
অঞ্চলভিত্তিক ক্রিকেটের অগ্রগতি তাদের জাতীয় ক্রিকেটকেও এখন এগিয়ে নিচ্ছে।
ক্রিকেট দুনিয়ায় পাপুয়া নিউগিনি (পিএনজি) একেবারে অপরিচিত কোনো নাম নয়। বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারলেও ক্রিকেট মঞ্চে নিয়মিত বিরতিতেই দেখা যায় ওশেনিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রকে। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করা দেশটি এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। প্রথম পর্বের ম্যাচে ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষেও খেলবে প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশটি।
পাপুয়া নিউগিনির ক্রিকেটের কাঠামো গড়ে উঠেছে হানুয়াবাদা নামের একটি উপকূলীয় গ্রামকে ঘিরে, যে গ্রামকে বলা হয় সে দেশের ক্রিকেটের ‘প্রাণকেন্দ্র’। দেশটির জাতীয় দলে খেলা ৫০ শতাংশের বেশি ক্রিকেটারই এসেছেন এই গ্রাম থেকে।
লম্বা সময় স্থানীয়ভাবে ক্রিকেটের চর্চা থাকলেও ওয়ানডের মর্যাদা পেতে পাপুয়া নিউগিনিকে অপেক্ষা করতে হয় ২০১৪ সাল পর্যন্ত। এর আগের পথচলাটা অবশ্য মসৃণ ছিল না। তবে ক্রিকেটের কঠিন পথে বরাবরই দেশটিকে খেলোয়াড় জোগান দিয়ে গেছে হানুয়াবাদা গ্রাম। এই এলাকার মানুষের পাগলামি দেশটিতে ক্রিকেটের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। হানুয়াবাদাতেই হয় দেশটির জনপ্রিয় ক্রিকেট লিগ লিকলিক ক্রিকেট প্রতিযোগিতা।
শুধু এই লিকলিক প্রতিযোগিতাই নয়, হানুয়াবাদা গ্রাম থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা নিয়মিতই স্থানীয় শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে থাকেন। প্রতিদিন বিকেলে মাঠ এবং খালি রাস্তায় জমে ওঠে ক্রিকেট ম্যাচের লড়াই। বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের সেই মাঠ ও রাস্তায় নিয়মিতই খেলতে দেখা যায়। এই মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে নতুন খেলোয়াড়ও তৈরি হয়। স্বাভাবিকভাবেই জাতীয় দলে এই গ্রামের প্রতিনিধিত্বও থাকে বেশি। এমনকি পিএনজি জাতীয় দলের অধিনায়ক আসাদ ভালাও এ গ্রাম থেকে উঠে এসেছেন।
ছুটির দিনে গোটা হানুয়াবাদা গ্রামটাই যেন মাঠে এসে জড়ো হয়। এক পাশে সারি সারি গাছ আর অন্য পাশে সমুদ্রের জলরাশি—এর মধ্যে জমে শিশু-কিশোরদের ক্রিকেট লড়াই। এই খুদে ক্রিকেটারদের মধ্য থেকে কেউ কেউ একসময় জাতীয় দলে খেলতে শুরু করে। পিএনজিতে প্রায় ২৫ হাজার স্কুলশিক্ষার্থী আছে, যাদের ৪৮ শতাংশ মেয়ে। শুধু ছেলেদের ক্রিকেটই নয়, এই অঞ্চলের মেয়েদের ক্রিকেটও বেশ অগ্রসর।
অঞ্চলভিত্তিক ক্রিকেটের অগ্রগতি তাদের জাতীয় ক্রিকেটকেও এখন এগিয়ে নিচ্ছে।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২৮ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে