ক্রীড়া ডেস্ক
ক্রিকেট ছাড়ার পর থেকে ধারাভাষ্যকক্ষে এখন পরিচিত মুখ মাইকেল ক্লার্ক। ফেব্রুয়ারিতে হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দেওয়ারও কথা ক্লার্কের। তবে এক বিতর্কিত ঘটনায় অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে না-ও দেখা যেতে পারে ভারত সিরিজে। প্রেমিকা জেড ইয়ারব্রোর থাপ্পড় খাওয়ায় ধারাভাষ্যকার ক্লার্কের চুক্তি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
ক্লার্কের থাপ্পড় খাওয়ার কারণ সাবেক প্রেমিকা পিপ এডওয়ার্ডস। পিপ পেশাগত ফ্যাশন ডিজাইনার। এই ফ্যাশন ডিজাইনারের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। কুইন্সল্যান্ডের নুসায় ছুটি কাটাতে এই নিয়ে বর্তমান প্রেমিকা ইয়ারব্রোর সঙ্গে কথা-কাটাকাটি হয় ক্লার্কের। একপর্যায় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে চড় মারেন ইয়ারব্রো। চড় মারার আগে ইয়ারব্রো বলেন, ‘তুমি তাকে (পিপ) তোমার সঙ্গে ভারত নিয়ে যেতে চাও? তুমি আমার ভালোবাসা পিপ। আমার সঙ্গে ভারতে চলো।’ —‘তোমার এই টেক্সটগুলো আমি দেখেছি।’
প্রেমিকার হাতে থাপ্পর খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্লার্ক। বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে না থাকার শঙ্কা তৈরি হয়েছে।পরে ক্লার্ক ক্ষমাও চেয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘কথা-কাটাকাটির সময় যে আচরণ করেছি, তার জন্য অনুশোচনা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার আমার এবং ভুলটা আমারই ছিল।’
অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন ক্লার্ক। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯৪ ম্যাচে ৪৫.২৬ গড়ে করেছেন ১৭ হাজার ১১২ রান। ৩৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৮৬ ফিফটি। বোলিংয়ে ৩৭.৮১ গড়ে নিয়েছেন ৯৪ উইকেট। ক্লার্কের নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
ক্রিকেট ছাড়ার পর থেকে ধারাভাষ্যকক্ষে এখন পরিচিত মুখ মাইকেল ক্লার্ক। ফেব্রুয়ারিতে হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দেওয়ারও কথা ক্লার্কের। তবে এক বিতর্কিত ঘটনায় অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে না-ও দেখা যেতে পারে ভারত সিরিজে। প্রেমিকা জেড ইয়ারব্রোর থাপ্পড় খাওয়ায় ধারাভাষ্যকার ক্লার্কের চুক্তি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
ক্লার্কের থাপ্পড় খাওয়ার কারণ সাবেক প্রেমিকা পিপ এডওয়ার্ডস। পিপ পেশাগত ফ্যাশন ডিজাইনার। এই ফ্যাশন ডিজাইনারের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। কুইন্সল্যান্ডের নুসায় ছুটি কাটাতে এই নিয়ে বর্তমান প্রেমিকা ইয়ারব্রোর সঙ্গে কথা-কাটাকাটি হয় ক্লার্কের। একপর্যায় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে চড় মারেন ইয়ারব্রো। চড় মারার আগে ইয়ারব্রো বলেন, ‘তুমি তাকে (পিপ) তোমার সঙ্গে ভারত নিয়ে যেতে চাও? তুমি আমার ভালোবাসা পিপ। আমার সঙ্গে ভারতে চলো।’ —‘তোমার এই টেক্সটগুলো আমি দেখেছি।’
প্রেমিকার হাতে থাপ্পর খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্লার্ক। বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে না থাকার শঙ্কা তৈরি হয়েছে।পরে ক্লার্ক ক্ষমাও চেয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘কথা-কাটাকাটির সময় যে আচরণ করেছি, তার জন্য অনুশোচনা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার আমার এবং ভুলটা আমারই ছিল।’
অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন ক্লার্ক। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯৪ ম্যাচে ৪৫.২৬ গড়ে করেছেন ১৭ হাজার ১১২ রান। ৩৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৮৬ ফিফটি। বোলিংয়ে ৩৭.৮১ গড়ে নিয়েছেন ৯৪ উইকেট। ক্লার্কের নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
২০ মিনিট আগেবছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশ
১ ঘণ্টা আগেঅঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
১ ঘণ্টা আগেব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে