ক্রীড়া ডেস্ক
একজন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। অন্যজন ১৯ টেস্টে নিয়েছেন ৭৪ উইকেট। দুজনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একই দলের হয়ে খেলছেন। যেখানে ৭৪ উইকেট নেওয়া হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ হয়ে তাঁকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন টেস্টে ৬৪০ উইকেট নেওয়া আন্ডারসন।
সতীর্থ হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ আন্ডারসন জানিয়েছেন, হাসানের কাছ থেকে তিনি শিখছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসান অবশ্য কাউন্টিতে দারুণ ছন্দে আছেন। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৭ বছরের এই পেসার। আন্ডারসনের সঙ্গে খেলতে পেরে হাসান নিজেও বেশ উচ্ছ্বসিত।
তবে আন্ডারসনের মুগ্ধতা আরও বেশি। হাসান আলীকে তাঁর মূল্যায়ন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুর্দান্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমাকে অনেক প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’
হাসান আলীর নিবেদন আর একাগ্রতা মুগ্ধ করেছে আন্ডারসনকে। ইংলিশ এই পেসার বলেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে চুক্তি করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে এসেছে, নাকি শুধু টাকার জন্য খেলতে এসেছে। তবে ও (হাসান আলী) ক্রিকেটটাকেই খুব ভালোবাসে। পারলে তো সারা দিনই বোলিং করে, কখনো ক্লান্তি বা বিশ্রাম নিতে চেয়ে অধিনায়ককে না করে না ও।’
একজন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। অন্যজন ১৯ টেস্টে নিয়েছেন ৭৪ উইকেট। দুজনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একই দলের হয়ে খেলছেন। যেখানে ৭৪ উইকেট নেওয়া হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ হয়ে তাঁকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন টেস্টে ৬৪০ উইকেট নেওয়া আন্ডারসন।
সতীর্থ হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ আন্ডারসন জানিয়েছেন, হাসানের কাছ থেকে তিনি শিখছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসান অবশ্য কাউন্টিতে দারুণ ছন্দে আছেন। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৭ বছরের এই পেসার। আন্ডারসনের সঙ্গে খেলতে পেরে হাসান নিজেও বেশ উচ্ছ্বসিত।
তবে আন্ডারসনের মুগ্ধতা আরও বেশি। হাসান আলীকে তাঁর মূল্যায়ন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুর্দান্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমাকে অনেক প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’
হাসান আলীর নিবেদন আর একাগ্রতা মুগ্ধ করেছে আন্ডারসনকে। ইংলিশ এই পেসার বলেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে চুক্তি করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে এসেছে, নাকি শুধু টাকার জন্য খেলতে এসেছে। তবে ও (হাসান আলী) ক্রিকেটটাকেই খুব ভালোবাসে। পারলে তো সারা দিনই বোলিং করে, কখনো ক্লান্তি বা বিশ্রাম নিতে চেয়ে অধিনায়ককে না করে না ও।’
থামল রাফায়েল নাদালের কিংবদন্তিতুল্য টেনিস ক্যারিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিদায়ে ২২ গ্র্যান্ড স্লামের মালিকও শেষ দেখে ফেললেন। নাদালও শেষটা রাঙাতে পারেননি। সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডশুল্ফের কাছে...
১৫ মিনিট আগেক্যারিবীয় সাগরের ঢেউয়ের মতো গতিময় আর তীব্র পেস আক্রমণ মনে করিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের কথা। ওয়েস্ট ইন্ডিজ সোনালি সময় পেছনে ফেললেও বাংলাদেশ দলের কাছে এখনো তাদের পেস আক্রমণ সামলানো যথেষ্ট চ্যালেঞ্জিং। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত...
৩২ মিনিট আগেআবারও হোঁচট খেয়েছে ব্রাজিল। আজ নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা...
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসে আজ নিজেদের মাঠ লা বোম্বোনেরায় পেরুকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, নিয়েছে ১০ শট...
১ ঘণ্টা আগে