ক্রীড়া ডেস্ক
১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।
১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১৯ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে