ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। চট্টগ্রামে গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আউট হয়েছে ১ রান করে। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর ওপরে আস্থাই রাখছে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একাদশে আছেন তিনি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ। লিটনের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন অভিষেকে দুর্দান্ত ফিফটি করে দলকে জেতানো তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামবেন শান্ত। মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলীর মতো তারকা ব্যাটাররা। রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানের মতো দুই স্পিন বোলিং অলরাউন্ডার আছেন স্বাগতিকদের একাদশে। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরাটা সাইফউদ্দিন দারুণভাবে রাঙিয়েছেন গত পরশু।
জিম্বাবুয়ে তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। শন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাদজা ও রায়ান বার্ল বাদ পড়েছেন। মাসাকাদজা প্রথম ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন। একাদশে এসেছেন জোনাথন ক্যাম্পবেল, আইনসলে এনদোলভু ও তাদিওয়ানাশে মারুমানি। যার মধ্যে ক্যাম্পবেলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, লুক জংগুয়ে, আইনসলে এনদোলভু, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। চট্টগ্রামে গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আউট হয়েছে ১ রান করে। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর ওপরে আস্থাই রাখছে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একাদশে আছেন তিনি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ। লিটনের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন অভিষেকে দুর্দান্ত ফিফটি করে দলকে জেতানো তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামবেন শান্ত। মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলীর মতো তারকা ব্যাটাররা। রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানের মতো দুই স্পিন বোলিং অলরাউন্ডার আছেন স্বাগতিকদের একাদশে। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরাটা সাইফউদ্দিন দারুণভাবে রাঙিয়েছেন গত পরশু।
জিম্বাবুয়ে তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। শন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাদজা ও রায়ান বার্ল বাদ পড়েছেন। মাসাকাদজা প্রথম ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন। একাদশে এসেছেন জোনাথন ক্যাম্পবেল, আইনসলে এনদোলভু ও তাদিওয়ানাশে মারুমানি। যার মধ্যে ক্যাম্পবেলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, লুক জংগুয়ে, আইনসলে এনদোলভু, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
২ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ..
৪ ঘণ্টা আগে