ক্রীড়া ডেস্ক
অবশেষে এক দশকের অপেক্ষা ফুরাল বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণে আরও চার (২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩) বিশ্বকাপ খেলেও জয় অধরা ছিল তাঁদের।
সেই অপেক্ষা আজ ঘুচল। ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন বাংলাদেশ। এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটার (জয়) জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু।’
শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাথী রানী ও সোবহানা মোস্তারি। দুজনের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘এমন উইকেটে আপনার সেটা হওয়া প্রয়োজন ছিল। সাথী ও মোস্তারি সেটি করেছে।’
বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপও খেলার কথা ছিল ঘরের মাটিতে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেটি সরে গেছে আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি। আশা করি, উইকেট এমনই থাকবে। আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তাজ এসেছে এবং কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গেছে।’
লম্বা অপেক্ষার পর এই জয়ে সতীর্থদের আনন্দ থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছি। মেয়েদের খুশি ও হাসতে দেখা আমার জন্য অনেক বড় প্রেরণার।’
অবশেষে এক দশকের অপেক্ষা ফুরাল বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণে আরও চার (২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩) বিশ্বকাপ খেলেও জয় অধরা ছিল তাঁদের।
সেই অপেক্ষা আজ ঘুচল। ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন বাংলাদেশ। এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটার (জয়) জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু।’
শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাথী রানী ও সোবহানা মোস্তারি। দুজনের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘এমন উইকেটে আপনার সেটা হওয়া প্রয়োজন ছিল। সাথী ও মোস্তারি সেটি করেছে।’
বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপও খেলার কথা ছিল ঘরের মাটিতে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেটি সরে গেছে আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি। আশা করি, উইকেট এমনই থাকবে। আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তাজ এসেছে এবং কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গেছে।’
লম্বা অপেক্ষার পর এই জয়ে সতীর্থদের আনন্দ থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছি। মেয়েদের খুশি ও হাসতে দেখা আমার জন্য অনেক বড় প্রেরণার।’
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৭ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে