ক্রীড়া ডেস্ক
টেস্টে এখন সারা দিন উইকেট কামড়ে পড়ার দিন শেষ। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস পাঁচ দিনের ক্রিকেটের সংজ্ঞায় পাল্টে দিয়েছেন। তাঁদের মস্তিষ্কপ্রসূত ‘বাজবল’ নতুন রোমাঞ্চ নিয়ে এসেছে ক্রিকেটে। টেস্টও খেলছে টি-টোয়েন্টি মেজাজে।
লাল বলে ভারত দলকেও পাল্টে দিতে চান গৌতম গম্ভীর। দলকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান ভারতের কোচ। সদ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার গম্ভীরের নতুন চ্যালেঞ্জ, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
সেই সিরিজের জন্য অপরিবর্তিত ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ভারত। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টের আগে আজ গম্ভীর বলেছেন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে। এটাকে আপনি উন্নতি, অভিযোজন-প্রবণতা বলতেই পারেন, এটিকে আপনি টেস্ট ক্রিকেট বলতে পারেন। যদি আপনি একইভাবে খেলেন তবে আপনার কোনো উন্নতি হবে না।’
গম্ভীর আরও বলেন, ‘আমি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না। টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রত্যেক দলের নিজেদের মতাদর্শ ও পদ্ধতি আছে। আমি শুধু আমার দলের কথায় বলতে পারি। আমরা যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়, টেস্ট ড্র করার জন্য দুই দিন ব্যাট করতে হবে, তার জন্য আমাদের ড্রেসিংরুমে দুই দিন ব্যাট করার মতো খেলোয়াড় আছে। শেষ পর্যন্ত, আমাদের উদ্দেশ্য হলো ম্যাচ জেতা। তারপর যদি পরিস্থিতি দাঁড়ায় ম্যাচ ড্রয়ের জন্য খেলতে হবে তখন এসব বিকল্প আমাদের খোলা রাখতে হবে। এমন টেস্ট ক্রিকেট আমরা খেলতে চাই।’
টেস্টে এখন সারা দিন উইকেট কামড়ে পড়ার দিন শেষ। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস পাঁচ দিনের ক্রিকেটের সংজ্ঞায় পাল্টে দিয়েছেন। তাঁদের মস্তিষ্কপ্রসূত ‘বাজবল’ নতুন রোমাঞ্চ নিয়ে এসেছে ক্রিকেটে। টেস্টও খেলছে টি-টোয়েন্টি মেজাজে।
লাল বলে ভারত দলকেও পাল্টে দিতে চান গৌতম গম্ভীর। দলকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান ভারতের কোচ। সদ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার গম্ভীরের নতুন চ্যালেঞ্জ, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
সেই সিরিজের জন্য অপরিবর্তিত ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ভারত। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টের আগে আজ গম্ভীর বলেছেন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে। এটাকে আপনি উন্নতি, অভিযোজন-প্রবণতা বলতেই পারেন, এটিকে আপনি টেস্ট ক্রিকেট বলতে পারেন। যদি আপনি একইভাবে খেলেন তবে আপনার কোনো উন্নতি হবে না।’
গম্ভীর আরও বলেন, ‘আমি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না। টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রত্যেক দলের নিজেদের মতাদর্শ ও পদ্ধতি আছে। আমি শুধু আমার দলের কথায় বলতে পারি। আমরা যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়, টেস্ট ড্র করার জন্য দুই দিন ব্যাট করতে হবে, তার জন্য আমাদের ড্রেসিংরুমে দুই দিন ব্যাট করার মতো খেলোয়াড় আছে। শেষ পর্যন্ত, আমাদের উদ্দেশ্য হলো ম্যাচ জেতা। তারপর যদি পরিস্থিতি দাঁড়ায় ম্যাচ ড্রয়ের জন্য খেলতে হবে তখন এসব বিকল্প আমাদের খোলা রাখতে হবে। এমন টেস্ট ক্রিকেট আমরা খেলতে চাই।’
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২৯ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে