ক্রীড়া ডেস্ক
কুলদীপ যাদবকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন জেমস অ্যান্ডারসন। বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের পেসার। এতে শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর তৃতীয় বোলার হিসেবে ক্রিকেটের আদি সংস্করণে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন অ্যান্ডারসন।
ধর্মশালায় ৬৯৮ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন ৪১ বছর বয়সী পেসার। তাই রেকর্ডটা যে করতে যাচ্ছেন সেটা আগেই জানা ছিল। শুধু অপেক্ষাটা বাড়িয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ধর্মশালায় টস জিতে ব্যাটিং নেওয়ায়। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২১৮ রানে অলআউট হওয়ার পরও অবশ্য অ্যান্ডারসনের মাইলফলকের অপেক্ষা বাড়ছিল। এবার তাঁর অপেক্ষাটা বাড়াচ্ছিলেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা-শুবমান গিলরা দুর্দান্ত ব্যাটিং করায় উইকেটের জন্য যে মাথা ঠুকতে হচ্ছিল ইংল্যান্ডের বোলারদের।
গতকাল সেঞ্চুরিয়ান গিলকে বোল্ড করে রোমাঞ্চকর আবহ সৃষ্টি করার চেষ্টা করেন অ্যান্ডারসন। তখন মনে হচ্ছিল উদ্যাপনের মুহূর্তটা খুব শিগগিরই আসছে ইংলিশ পেসারের সামনে। কিন্তু দ্বিতীয় দিন সেই ঐতিহাসিক মুহূর্ত আর আসেনি। গিলের পর ভারতের আরও পাঁচ ব্যাটার আউট হলেও আর কোনো উইকেটই পাননি তিনি। তাই অপেক্ষা তৃতীয় দিন পর্যন্ত এসে গড়ায়। তবে আজ প্রথম সেশনেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন।
কুলদীপকে আউট করে রেকর্ডের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করে রাখলেন অ্যান্ডারসন। তাঁর আগে কোনো পেসারের এই কীর্তি নেই। ১৬৭ টেস্টে ৬০৪ উইকেট নিয়ে দুইয়ে আছেন তাঁরই একসময়ের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। সর্বশেষ অ্যাশেজে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানেন ব্রড। পেসারদের কীর্তি না থাকলেও দুই স্পিনার ওয়ার্ন ও মুরালির আছে। প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওয়ার্ন।
১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানের লেগ স্পিন জাদুকর। তাঁর কীর্তির পর দ্বিতীয় বোলার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুরালিধরন। লঙ্কান অফ স্পিনার শুধু ৭০০ উইকেটই নেননি, বিশ্বের প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেটের রেকর্ডও গড়েছেন তিনি। রেকর্ড গড়ার পরেই অবসরে যান ১৩৩ টেস্ট খেলার মালিক।
দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে ১৮৭ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছেন অ্যান্ডারসন। তাঁর চেয়ে কম ম্যাচে রেকর্ড গড়েছেন ওয়ার্ন-মুরালি। ওয়ার্নের ১৪৪ টেস্টের বিপরীতে ৭০০ উইকেট নিতে ১১৩ টেস্ট খেলেছিলেন মুরালি। এখন তাঁর সামনে সুযোগ উইকেট সংখ্যায় অজি লেগ স্পিনারকে ছাড়িয়ে যাওয়ার। ওয়ার্নকে ছাড়িয়ে যেতে তাঁর উইকেট প্রয়োজন ৯টি। তবে মুরালিকে ছাড়িয়ে যাওয়া তাঁর জন্য একটু দূরের বাতিই হবে। কেননা, ৪১ বছর বয়সী পেসারের জন্য বোলিংটা চালিয়ে যাওয়া বেশ কঠিন।
অ্যান্ডারসনের রেকর্ড গড়ার মুহূর্তটি আজ ধর্মশালায় বসেই দেখেছেন তাঁর পিতা-মাতা। ইংলিশ পেসারের ক্যারিয়ারের প্রথম উইকেট নেওয়ার সময়ও লর্ডসের গ্যালারিতে ছিলেন তাঁরা দুজন। তবে অ্যান্ডারসনের রেকর্ড গড়ার ম্যাচে ম্যাচ হারার শঙ্কায় ইংল্যান্ড। আগেই সিরিজ খোয়ানো সফরকারীরা ধর্মশালায় দ্বিতীয় ইনিংস শুরু করেছে ২৫৯ রানে পিছিয়ে থেকে। তাঁদের প্রথম ইনিংসের ২১৮ রানের বিপরীতে গিল ও রোহিতের জোড়া সেঞ্চুরিতে ভারত করে ৪৭৭ রান।
কুলদীপ যাদবকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন জেমস অ্যান্ডারসন। বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের পেসার। এতে শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর তৃতীয় বোলার হিসেবে ক্রিকেটের আদি সংস্করণে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন অ্যান্ডারসন।
ধর্মশালায় ৬৯৮ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন ৪১ বছর বয়সী পেসার। তাই রেকর্ডটা যে করতে যাচ্ছেন সেটা আগেই জানা ছিল। শুধু অপেক্ষাটা বাড়িয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ধর্মশালায় টস জিতে ব্যাটিং নেওয়ায়। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২১৮ রানে অলআউট হওয়ার পরও অবশ্য অ্যান্ডারসনের মাইলফলকের অপেক্ষা বাড়ছিল। এবার তাঁর অপেক্ষাটা বাড়াচ্ছিলেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা-শুবমান গিলরা দুর্দান্ত ব্যাটিং করায় উইকেটের জন্য যে মাথা ঠুকতে হচ্ছিল ইংল্যান্ডের বোলারদের।
গতকাল সেঞ্চুরিয়ান গিলকে বোল্ড করে রোমাঞ্চকর আবহ সৃষ্টি করার চেষ্টা করেন অ্যান্ডারসন। তখন মনে হচ্ছিল উদ্যাপনের মুহূর্তটা খুব শিগগিরই আসছে ইংলিশ পেসারের সামনে। কিন্তু দ্বিতীয় দিন সেই ঐতিহাসিক মুহূর্ত আর আসেনি। গিলের পর ভারতের আরও পাঁচ ব্যাটার আউট হলেও আর কোনো উইকেটই পাননি তিনি। তাই অপেক্ষা তৃতীয় দিন পর্যন্ত এসে গড়ায়। তবে আজ প্রথম সেশনেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন।
কুলদীপকে আউট করে রেকর্ডের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করে রাখলেন অ্যান্ডারসন। তাঁর আগে কোনো পেসারের এই কীর্তি নেই। ১৬৭ টেস্টে ৬০৪ উইকেট নিয়ে দুইয়ে আছেন তাঁরই একসময়ের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। সর্বশেষ অ্যাশেজে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানেন ব্রড। পেসারদের কীর্তি না থাকলেও দুই স্পিনার ওয়ার্ন ও মুরালির আছে। প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওয়ার্ন।
১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানের লেগ স্পিন জাদুকর। তাঁর কীর্তির পর দ্বিতীয় বোলার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুরালিধরন। লঙ্কান অফ স্পিনার শুধু ৭০০ উইকেটই নেননি, বিশ্বের প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেটের রেকর্ডও গড়েছেন তিনি। রেকর্ড গড়ার পরেই অবসরে যান ১৩৩ টেস্ট খেলার মালিক।
দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে ১৮৭ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছেন অ্যান্ডারসন। তাঁর চেয়ে কম ম্যাচে রেকর্ড গড়েছেন ওয়ার্ন-মুরালি। ওয়ার্নের ১৪৪ টেস্টের বিপরীতে ৭০০ উইকেট নিতে ১১৩ টেস্ট খেলেছিলেন মুরালি। এখন তাঁর সামনে সুযোগ উইকেট সংখ্যায় অজি লেগ স্পিনারকে ছাড়িয়ে যাওয়ার। ওয়ার্নকে ছাড়িয়ে যেতে তাঁর উইকেট প্রয়োজন ৯টি। তবে মুরালিকে ছাড়িয়ে যাওয়া তাঁর জন্য একটু দূরের বাতিই হবে। কেননা, ৪১ বছর বয়সী পেসারের জন্য বোলিংটা চালিয়ে যাওয়া বেশ কঠিন।
অ্যান্ডারসনের রেকর্ড গড়ার মুহূর্তটি আজ ধর্মশালায় বসেই দেখেছেন তাঁর পিতা-মাতা। ইংলিশ পেসারের ক্যারিয়ারের প্রথম উইকেট নেওয়ার সময়ও লর্ডসের গ্যালারিতে ছিলেন তাঁরা দুজন। তবে অ্যান্ডারসনের রেকর্ড গড়ার ম্যাচে ম্যাচ হারার শঙ্কায় ইংল্যান্ড। আগেই সিরিজ খোয়ানো সফরকারীরা ধর্মশালায় দ্বিতীয় ইনিংস শুরু করেছে ২৫৯ রানে পিছিয়ে থেকে। তাঁদের প্রথম ইনিংসের ২১৮ রানের বিপরীতে গিল ও রোহিতের জোড়া সেঞ্চুরিতে ভারত করে ৪৭৭ রান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে