নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো। তবে প্রথম ওয়ানডেতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে।
তবে বরাবরের মতোই টিম ম্যানেজমেন্টের ভরসার হাত শান্তর কাঁধে থাকছে। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ রাসেল ডমিঙ্গোও ব্যতিক্রম হননি। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’
এখন পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্তকে বোঝাতে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। কিন্তু এটাও সত্য, তাকে কিছু ট্রিকি উইকেটে খেলতে হয়েছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। ১২ (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি নয়। সে কঠিন কন্ডিশনে কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছে।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিন আহমেদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন এই পেসার। কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো। তবে প্রথম ওয়ানডেতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে।
তবে বরাবরের মতোই টিম ম্যানেজমেন্টের ভরসার হাত শান্তর কাঁধে থাকছে। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ রাসেল ডমিঙ্গোও ব্যতিক্রম হননি। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’
এখন পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্তকে বোঝাতে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। কিন্তু এটাও সত্য, তাকে কিছু ট্রিকি উইকেটে খেলতে হয়েছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। ১২ (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি নয়। সে কঠিন কন্ডিশনে কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছে।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিন আহমেদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন এই পেসার। কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১১ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে