ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুবা দল। বর্তমান চ্যাম্পিয়নরা বৃষ্টি আইনে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ের যুবাদের।
ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। ওপেনার আরিফুল ইসলাম ৫২ বলে ৪০ ও ২৬ বলে ৩৯ রান করেন রিপন মন্ডল।
বৃষ্টির কারণে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান। ২৭ বলে ১০ রান করা মিচেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুশফিক।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন জিম্বাবুয়ের যুবারা। দলীয় ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। শেষ ২৭ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে পরে জিম্বাবুয়ের লক্ষ্য ২৫৬ রানে নেমে আসায় ১৫৫ রানের বড় জয় পায় রাকিবুল হাসানের দল।
১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুবা দল। বর্তমান চ্যাম্পিয়নরা বৃষ্টি আইনে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ের যুবাদের।
ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। ওপেনার আরিফুল ইসলাম ৫২ বলে ৪০ ও ২৬ বলে ৩৯ রান করেন রিপন মন্ডল।
বৃষ্টির কারণে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান। ২৭ বলে ১০ রান করা মিচেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুশফিক।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন জিম্বাবুয়ের যুবারা। দলীয় ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। শেষ ২৭ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে পরে জিম্বাবুয়ের লক্ষ্য ২৫৬ রানে নেমে আসায় ১৫৫ রানের বড় জয় পায় রাকিবুল হাসানের দল।
১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে