ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গতকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। ম্যাচ শুরুর পর থেকেই পাকিস্তানি সমর্থকেরা ম্যাচটি পাতানো বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন। সমর্থকদের এই দাবি উড়িয়ে দিয়েছেন শোয়েব আখতার। ম্যাচ শেষে এই সাবেক পাকিস্তান গতিতারকা আফগানদের বিরুদ্ধে ফিক্সিং ট্রলিং বন্ধের আহ্বান জানান।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে ভারত। গতকাল তাই আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বিরাট কোহলির দলের। ভারত ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছেও। তবে এর আগে টস জিতে মোহাম্মদ নবী বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয় ম্যাচটি ঘিরে।
টস হেরে ভারত ব্যাটিং শুরু করলে গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সমর্থকেরা সরাসরি ম্যাচ পাতানো হচ্ছে দাবি করেন। তবে সমর্থকদের এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন দেশটির সাবেকরা। ম্যাচ শেষে শোয়েব আখতার এসব বন্ধেরও আহ্বান জানান। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারত-আফগানিস্তান ম্যাচটি পাতানো বলে খেলার মজাটা নষ্ট করবেন না। এসব বাজে চর্চা বাদ দিন। আমি ভারত ও আফগানিস্তান দুই দলের পক্ষেই আছি। যে কেউ এবার চমক দেখাতে পারে।’
শোয়েবের সঙ্গে সুর মিলিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের মতো কিংবদন্তিরাও। ওয়াকার বলেছেন, ‘এসব ব্যাপারে কিছু বলার নেই ৷ দর্শকদের এমনটা ভাবা উচিত নয়।’
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গতকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। ম্যাচ শুরুর পর থেকেই পাকিস্তানি সমর্থকেরা ম্যাচটি পাতানো বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন। সমর্থকদের এই দাবি উড়িয়ে দিয়েছেন শোয়েব আখতার। ম্যাচ শেষে এই সাবেক পাকিস্তান গতিতারকা আফগানদের বিরুদ্ধে ফিক্সিং ট্রলিং বন্ধের আহ্বান জানান।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে ভারত। গতকাল তাই আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বিরাট কোহলির দলের। ভারত ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছেও। তবে এর আগে টস জিতে মোহাম্মদ নবী বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয় ম্যাচটি ঘিরে।
টস হেরে ভারত ব্যাটিং শুরু করলে গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সমর্থকেরা সরাসরি ম্যাচ পাতানো হচ্ছে দাবি করেন। তবে সমর্থকদের এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন দেশটির সাবেকরা। ম্যাচ শেষে শোয়েব আখতার এসব বন্ধেরও আহ্বান জানান। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারত-আফগানিস্তান ম্যাচটি পাতানো বলে খেলার মজাটা নষ্ট করবেন না। এসব বাজে চর্চা বাদ দিন। আমি ভারত ও আফগানিস্তান দুই দলের পক্ষেই আছি। যে কেউ এবার চমক দেখাতে পারে।’
শোয়েবের সঙ্গে সুর মিলিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের মতো কিংবদন্তিরাও। ওয়াকার বলেছেন, ‘এসব ব্যাপারে কিছু বলার নেই ৷ দর্শকদের এমনটা ভাবা উচিত নয়।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে