ক্রীড়া ডেস্ক
টেনিসের পর এবার ক্রিকেট দুনিয়ায় পা রাখলেন সানিয়া মির্জা। ৪ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নারীদের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতের কিংবদন্তি এই টেনিস তারকা।
সানিয়ার মেন্টর হওয়ার তথ্য আজ নিশ্চিত করেছে আরসিবি। আরসিবি তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে নারীদের খেলার অগ্রদূত মাঠের ভেতরে ও বাইরে একজন বিজয়ী যে সবসময়, খেলোয়াড় জীবনে সাহসী ভূমিকা পালন করে আসছেন, সেই সানিয়া মির্জাকে আরসিবি নারী ক্রিকেট দলের মেন্টর হিসেবে স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত।’
মেন্টর হয়ে কাজ করতে পেরে অনেক রোমা রোমাঞ্চিত বলে জানান ৩৬ বছর বয়সী টেনিস তারকা সানিয়া মির্জা। আরসিবি টিভিকে তিনি বলেন, ‘আমি নবীন মেয়েদের বিশ্বাস করিয়ে দিতে চাই যে, খেলা তাদের জীবনের বিভিন্ন পছন্দের মধ্যে প্রথম হতে পারে। আমি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করিয়ে দিতে চাই, যত প্রতিকূলতাই সামনে আসুক তোমরা লক্ষ্য অর্জন করতে পারবেই।’ মূলত মেন্টর হিসেবে আরসিবির মেয়েদের মানসিক চাপ সামলানোর কাজ করবেন সানিয়া। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এটিপি দুবাই ওপেন খেলা শেষ করেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
নিলাম থেকে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, ডেন ভ্যান নেইকার্ক, রিচা ঘোষদের নিয়ে তারকা সমৃদ্ধ দলই গড়েছে আরসিবি। ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন্স আইপিএল শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
টেনিসের পর এবার ক্রিকেট দুনিয়ায় পা রাখলেন সানিয়া মির্জা। ৪ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নারীদের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতের কিংবদন্তি এই টেনিস তারকা।
সানিয়ার মেন্টর হওয়ার তথ্য আজ নিশ্চিত করেছে আরসিবি। আরসিবি তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে নারীদের খেলার অগ্রদূত মাঠের ভেতরে ও বাইরে একজন বিজয়ী যে সবসময়, খেলোয়াড় জীবনে সাহসী ভূমিকা পালন করে আসছেন, সেই সানিয়া মির্জাকে আরসিবি নারী ক্রিকেট দলের মেন্টর হিসেবে স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত।’
মেন্টর হয়ে কাজ করতে পেরে অনেক রোমা রোমাঞ্চিত বলে জানান ৩৬ বছর বয়সী টেনিস তারকা সানিয়া মির্জা। আরসিবি টিভিকে তিনি বলেন, ‘আমি নবীন মেয়েদের বিশ্বাস করিয়ে দিতে চাই যে, খেলা তাদের জীবনের বিভিন্ন পছন্দের মধ্যে প্রথম হতে পারে। আমি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করিয়ে দিতে চাই, যত প্রতিকূলতাই সামনে আসুক তোমরা লক্ষ্য অর্জন করতে পারবেই।’ মূলত মেন্টর হিসেবে আরসিবির মেয়েদের মানসিক চাপ সামলানোর কাজ করবেন সানিয়া। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এটিপি দুবাই ওপেন খেলা শেষ করেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
নিলাম থেকে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, ডেন ভ্যান নেইকার্ক, রিচা ঘোষদের নিয়ে তারকা সমৃদ্ধ দলই গড়েছে আরসিবি। ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন্স আইপিএল শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২৬ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে