ক্রীড়া ডেস্ক
একই মাঠে ১০০ টেস্ট উইকেট নেওয়ার তালিকাটা খুবই সংক্ষিপ্ত। এবার চতুর্থ বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্টুয়ার্ট ব্রড। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড পেসার কাইল ভেরেইনাকে আউট করে গড়েছেন এই নজির।
ব্রডের আগে একই মাঠে ১০০ টেস্ট উইকেট নিয়েছেন তিনজন বোলার। শ্রীলঙ্কার দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথের সঙ্গে তালিকায় আছেন ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুরালিধরন আবার তিন মাঠে গড়েছেন ১০০ উইকেটের কীর্তি। তিনি কলম্বোতে ১৬৬ উইকেট আর গলে ১১১ উইকেটের সঙ্গে ক্যান্ডিতে নিয়েছেন ১১৭ উইকেট। আরেক লঙ্কান তারকা হেরাথের ১০২ উইকেটের কীর্তিটা হচ্ছে গলে। ইংল্যান্ড কিংবদন্তি অ্যান্ডারসনের কীর্তিটাও হচ্ছে লর্ডসের মাঠে। তিনি প্রথম পেসার হিসেবে ১১৭ উইকেট নিয়েছেন লর্ডসে।
আর গতকাল ব্রড ১০০ উইকেট নিয়ে কিংবদন্তি বোলারদের সঙ্গে নাম লেখালেন তালিকায়। ইংল্যান্ড পেসারের এমন কীর্তিতে তালিকায় একটা সমতাও বিরাজ করছে। দুই শ্রীলঙ্কান স্পিনারের সঙ্গে দুই ইংল্যান্ড পেসার।
ব্রডের এমন রেকর্ডের ম্যাচে ইংল্যান্ড পিছিয়ে আছে লর্ডস টেস্টে। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ১২৪ রানের লিড পেয়েছে। দিন শেষ দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ২৮৯ রান। তৃতীয় দিন শুরু করবেন ৪১ রানে অপরাজিত মার্কো ইয়েনসেনের সঙ্গে কাগিসো রাবাদা ৩ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬৫ রানে অলআউট হয়। ইংল্যান্ডকে কম রানে আটকানোর কাজে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা। তিনি ৫ উইকেট নিয়েছেন ৫২ রানে।
একই মাঠে ১০০ টেস্ট উইকেট নেওয়ার তালিকাটা খুবই সংক্ষিপ্ত। এবার চতুর্থ বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্টুয়ার্ট ব্রড। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড পেসার কাইল ভেরেইনাকে আউট করে গড়েছেন এই নজির।
ব্রডের আগে একই মাঠে ১০০ টেস্ট উইকেট নিয়েছেন তিনজন বোলার। শ্রীলঙ্কার দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথের সঙ্গে তালিকায় আছেন ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুরালিধরন আবার তিন মাঠে গড়েছেন ১০০ উইকেটের কীর্তি। তিনি কলম্বোতে ১৬৬ উইকেট আর গলে ১১১ উইকেটের সঙ্গে ক্যান্ডিতে নিয়েছেন ১১৭ উইকেট। আরেক লঙ্কান তারকা হেরাথের ১০২ উইকেটের কীর্তিটা হচ্ছে গলে। ইংল্যান্ড কিংবদন্তি অ্যান্ডারসনের কীর্তিটাও হচ্ছে লর্ডসের মাঠে। তিনি প্রথম পেসার হিসেবে ১১৭ উইকেট নিয়েছেন লর্ডসে।
আর গতকাল ব্রড ১০০ উইকেট নিয়ে কিংবদন্তি বোলারদের সঙ্গে নাম লেখালেন তালিকায়। ইংল্যান্ড পেসারের এমন কীর্তিতে তালিকায় একটা সমতাও বিরাজ করছে। দুই শ্রীলঙ্কান স্পিনারের সঙ্গে দুই ইংল্যান্ড পেসার।
ব্রডের এমন রেকর্ডের ম্যাচে ইংল্যান্ড পিছিয়ে আছে লর্ডস টেস্টে। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ১২৪ রানের লিড পেয়েছে। দিন শেষ দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ২৮৯ রান। তৃতীয় দিন শুরু করবেন ৪১ রানে অপরাজিত মার্কো ইয়েনসেনের সঙ্গে কাগিসো রাবাদা ৩ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬৫ রানে অলআউট হয়। ইংল্যান্ডকে কম রানে আটকানোর কাজে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা। তিনি ৫ উইকেট নিয়েছেন ৫২ রানে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১১ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে