ক্রীড়া ডেস্ক
ডারবান টেস্টে বাংলাদেশ দলের শেষ দিনের ভরাডুবি সঙ্গে আলোচনায় ছিল স্লেজিং বিতর্ক। হারের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন মুমিনুল হক।
মুমিনুল দাবি করেছিলেন দক্ষিণ আফ্রিকা শুধু স্লেজিং করেনি, গালাগালও করেছেন। গতকাল পোর্ট এলিজাবেথ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বললেন ঠিক এর বিপরীত। ডিন এলগারের দাবি, ‘আমি মনে করি না যে তারা (স্লেজিংয়ের অভিযোগ) ন্যায়সংগত। বিশেষ করে আমাদের দিক থেকে।’
স্লেজিংয়ের বিষয়টি সরাসরি অস্বীকার করেন এলগার। প্রোটিয়া অধিনায়কের মতে ম্যাচের কোনো দিক থেকেই স্লেজিং হয়নি, ‘আমি মনে করি তাদের আরও শক্ত হতে হবে। তারা হয়তো এই পর্যায়ে থেকে অভ্যস্ত নয়। সত্যিই আমি সেখানে কোনো স্লেজিং দেখিনি। এমনকি তাদের দিক থেকেও। এটা টেস্ট ক্রিকেটে এখানে মাঝেমধ্যে আমাদের আবেগশূন্য হতে হবে।’
কিছু ঘটনা সব সময় দৃষ্টিগোচর হয় না। ক্যামেরার বাইরেও অনেক কিছু ঘটে সে কথা মনে করিয়ে দিয়ে এলগার বলেন, ‘অনেক ঘটনা আছে যা আপনি দেখতে পান না। তাই আপনাকে মনে রাখতে হবে ক্যামেরার বাইরেও কিছু ঘটছে। মাঠে আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে একটা তরুণ খেলোয়াড়ের জন্য ভীতিকর কিছু করব না। আমরা সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলি। কিন্তু কখনোই কাউকে দক্ষতার পরিবর্তে কথা বলে ভয় দেখাই না।’
স্লেজিংয়ের সংস্কৃতি আগে আরও খারাপ ছিল। বরং এখন আগের চেয়ে ভালো। টেস্ট ক্রিকেটে স্লেজিং নিয়ে এলগারের মূল্যায়ন, ‘যখন আমি টেস্ট ক্রিকেটে শুরু করি এখনকার চেয়ে এটা (স্লেজিং) আরও বাজে ছিল। আমি মনে করি আমরা একটা কঠিন সংস্করণে খেলছি। যেখানে আমরা দেশের জন্য খেলি এবং আমরা জিততে চাই।’
ডারবান টেস্টে আলোচনায় ছিল আম্পায়ারও। দক্ষিণ আফ্রিকার আম্পায়ারদের সিদ্ধান্ত বেশির ভাগ সময় বাংলাদেশের পক্ষে আসেনি ৷ এলগার আম্পায়ার প্রসঙ্গে বলেছেন, ‘তারা ভালো আম্পায়ার। মারাইস এরাসমাস বর্ষসেরা আম্পায়ার। আর আদ্রাইন হোল্ডস্টক টেস্টে আম্পায়ারিং মাত্র শুরু করল এবং অবশ্যই সেও খারাপ আম্পায়ার নয় ৷ মানবীয় বিষয় নিয়েই এখানে কিছু বলা দরকার। তারা মানুষ, তারাও ভুল করে যেভাবে খেলোয়াড়রা ভুল করে। আমি নিশ্চিত তারা এখান থেকেই শিখবে।’
ডারবান টেস্টে বাংলাদেশ দলের শেষ দিনের ভরাডুবি সঙ্গে আলোচনায় ছিল স্লেজিং বিতর্ক। হারের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন মুমিনুল হক।
মুমিনুল দাবি করেছিলেন দক্ষিণ আফ্রিকা শুধু স্লেজিং করেনি, গালাগালও করেছেন। গতকাল পোর্ট এলিজাবেথ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বললেন ঠিক এর বিপরীত। ডিন এলগারের দাবি, ‘আমি মনে করি না যে তারা (স্লেজিংয়ের অভিযোগ) ন্যায়সংগত। বিশেষ করে আমাদের দিক থেকে।’
স্লেজিংয়ের বিষয়টি সরাসরি অস্বীকার করেন এলগার। প্রোটিয়া অধিনায়কের মতে ম্যাচের কোনো দিক থেকেই স্লেজিং হয়নি, ‘আমি মনে করি তাদের আরও শক্ত হতে হবে। তারা হয়তো এই পর্যায়ে থেকে অভ্যস্ত নয়। সত্যিই আমি সেখানে কোনো স্লেজিং দেখিনি। এমনকি তাদের দিক থেকেও। এটা টেস্ট ক্রিকেটে এখানে মাঝেমধ্যে আমাদের আবেগশূন্য হতে হবে।’
কিছু ঘটনা সব সময় দৃষ্টিগোচর হয় না। ক্যামেরার বাইরেও অনেক কিছু ঘটে সে কথা মনে করিয়ে দিয়ে এলগার বলেন, ‘অনেক ঘটনা আছে যা আপনি দেখতে পান না। তাই আপনাকে মনে রাখতে হবে ক্যামেরার বাইরেও কিছু ঘটছে। মাঠে আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে একটা তরুণ খেলোয়াড়ের জন্য ভীতিকর কিছু করব না। আমরা সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলি। কিন্তু কখনোই কাউকে দক্ষতার পরিবর্তে কথা বলে ভয় দেখাই না।’
স্লেজিংয়ের সংস্কৃতি আগে আরও খারাপ ছিল। বরং এখন আগের চেয়ে ভালো। টেস্ট ক্রিকেটে স্লেজিং নিয়ে এলগারের মূল্যায়ন, ‘যখন আমি টেস্ট ক্রিকেটে শুরু করি এখনকার চেয়ে এটা (স্লেজিং) আরও বাজে ছিল। আমি মনে করি আমরা একটা কঠিন সংস্করণে খেলছি। যেখানে আমরা দেশের জন্য খেলি এবং আমরা জিততে চাই।’
ডারবান টেস্টে আলোচনায় ছিল আম্পায়ারও। দক্ষিণ আফ্রিকার আম্পায়ারদের সিদ্ধান্ত বেশির ভাগ সময় বাংলাদেশের পক্ষে আসেনি ৷ এলগার আম্পায়ার প্রসঙ্গে বলেছেন, ‘তারা ভালো আম্পায়ার। মারাইস এরাসমাস বর্ষসেরা আম্পায়ার। আর আদ্রাইন হোল্ডস্টক টেস্টে আম্পায়ারিং মাত্র শুরু করল এবং অবশ্যই সেও খারাপ আম্পায়ার নয় ৷ মানবীয় বিষয় নিয়েই এখানে কিছু বলা দরকার। তারা মানুষ, তারাও ভুল করে যেভাবে খেলোয়াড়রা ভুল করে। আমি নিশ্চিত তারা এখান থেকেই শিখবে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে