ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে