ক্রীড়া ডেস্ক
ঐতিহাসিক—ক্রিকেটে শব্দটির শব্দে বাংলাদেশের পরিচয় অনেকবার হয়েছে। তবে এবারেরটি একটু ভিন্নরকম। পাকিস্তান সফরে কী ইতিহাসই না গড়লেন নাজমুল হোসেন শান্তরা! বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়,২-০ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ—এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এমন কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত না হয়ে পারেন শান্তরা!
আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর উদ্যাপনে মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচ শেষে শান্তও উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ (এই জয়) অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং খুব আনন্দিত যে, সবাই তাদের কাজটা করেছে। খুবই ইম্প্রেসিভ (চিত্তাকর্ষক), আমাদের পেসাররা দুর্দান্ত করেছে এবং এই কারণে এই ফল পেলাম। সবাই নিজেদের কাছে আত্মবিশ্বাসী ছিল এবং তারা জিততে চেয়েছে। আশার করি, তারা এটা ধরে রাখবে। সাদমান যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছে তা সত্যি অসাধারণ। জাকির এই (দ্বিতীয়) টেস্টে ইতিবাচক ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’
পাকিস্তান সফর শেষ। এই মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আরেক প্রতিবেশী ভারত সফরে যাবেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক চান এই সিরিজেও তাঁর সতীর্থরা এমন পারফরম্যান্স ধরে রাখুক। তিনি বলেছেন, ‘পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মুশি (মুশফিকুর রহিম) ও সাকিবের (সাকিব আল হাসান) মতন অভিজ্ঞরা আছেন। তাঁরা ভারত সফরের জন্য দলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ যেভাবে বল করল এবং এই কন্ডিশনে ৫ উইকেট পেল তা খুবই ইম্প্রেসিভ। আশা করি, সে ভারতের বিপক্ষেও একই কাজ করবে। সবাই ভূমিকা রেখেছে। বিশেষ করে, যারা সুযোগ পায়নি তারাও। যে চারজন একাদশে ছিল না তারাও চমৎকার ফিল্ডিংয়ে দলে ভূমিকা রেখেছে। আমি আশা করি, এই সংস্কৃতি চলমান থাকবে। কোচ বললেই পার্টি হবে। আমাদের যেতেও হবে তবে যাবো ভালো ভাবে।’
ঐতিহাসিক—ক্রিকেটে শব্দটির শব্দে বাংলাদেশের পরিচয় অনেকবার হয়েছে। তবে এবারেরটি একটু ভিন্নরকম। পাকিস্তান সফরে কী ইতিহাসই না গড়লেন নাজমুল হোসেন শান্তরা! বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়,২-০ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ—এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এমন কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত না হয়ে পারেন শান্তরা!
আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর উদ্যাপনে মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচ শেষে শান্তও উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ (এই জয়) অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং খুব আনন্দিত যে, সবাই তাদের কাজটা করেছে। খুবই ইম্প্রেসিভ (চিত্তাকর্ষক), আমাদের পেসাররা দুর্দান্ত করেছে এবং এই কারণে এই ফল পেলাম। সবাই নিজেদের কাছে আত্মবিশ্বাসী ছিল এবং তারা জিততে চেয়েছে। আশার করি, তারা এটা ধরে রাখবে। সাদমান যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছে তা সত্যি অসাধারণ। জাকির এই (দ্বিতীয়) টেস্টে ইতিবাচক ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’
পাকিস্তান সফর শেষ। এই মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আরেক প্রতিবেশী ভারত সফরে যাবেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক চান এই সিরিজেও তাঁর সতীর্থরা এমন পারফরম্যান্স ধরে রাখুক। তিনি বলেছেন, ‘পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মুশি (মুশফিকুর রহিম) ও সাকিবের (সাকিব আল হাসান) মতন অভিজ্ঞরা আছেন। তাঁরা ভারত সফরের জন্য দলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ যেভাবে বল করল এবং এই কন্ডিশনে ৫ উইকেট পেল তা খুবই ইম্প্রেসিভ। আশা করি, সে ভারতের বিপক্ষেও একই কাজ করবে। সবাই ভূমিকা রেখেছে। বিশেষ করে, যারা সুযোগ পায়নি তারাও। যে চারজন একাদশে ছিল না তারাও চমৎকার ফিল্ডিংয়ে দলে ভূমিকা রেখেছে। আমি আশা করি, এই সংস্কৃতি চলমান থাকবে। কোচ বললেই পার্টি হবে। আমাদের যেতেও হবে তবে যাবো ভালো ভাবে।’
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২৫ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে