রেকর্ড গড়া কামিন্দুই এবার আইসিসির সেরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৭: ৪১

রেকর্ড গড়তেই যেন ২২ গজে নামেন কামিন্দু মেন্ডিস। টেস্টে তাঁর ব্যাটে ছোটে রানের ফোয়ারা। রানের বন্যা বইয়ে দেওয়া শ্রীলঙ্কার এই তরুণ ক্রিকেটার আবার জিতলেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।

প্রবাথ জয়াসুরিয়া ও ট্রাভিস হেডকে টপকে আইসিসির ২০২৪  সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্দু। ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন ৩ টেস্ট। ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ১২৪.৩৩ গড়েন ৩৭৩ রান। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫৪.৫০ গড়ে করেন ৩০৯ রান। এই সিরিজেই করেন দুটি সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টে কমপক্ষে এক ইনিংসে ফিফটি করা প্রথম ক্রিকেটার ২৬ বছর বয়সী লঙ্কান ক্রিকেটার।

সেপ্টেম্বরে সর্বোচ্চ ৪৩০ রান করেন হেড। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার গত মাসে ৯ ম্যাচের সবকটিই খেলেছেন সাদা বলের ক্রিকেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে ২৪৫.৯৪ স্ট্রাইকরেটে করেন ১৮২ রান। বাকি ২৪৮ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। সেই সিরিজে খেলেন ৪ ম্যাচে ৮২.৬৭ গড় ও ১২০.৯৭ স্ট্রাইকরেটে রানের বন্যা বইয়ে দেন তিনি। যেখানে ট্রেন্ট ব্রিজে গত ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে ১২৯ বলে ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন হেড।  সীমিত ওভারের ক্রিকেটে তিনি কতটা বিধ্বংসী, সেটার প্রমাণ দিয়েই চলেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে দুই টেস্ট খেলে ১৮ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড  দুটি টেস্ট ম্যাচই হয়েছিল গল স্টেডিয়ামে। এক ইনিংসে ৫ উইকেট নেন ২ বার। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীই তিনি।  এ বছর এ নিয়ে দুইবার মাসসেরা হয়েছেন কামিন্দু। গতকালের আগে মার্চে আইসিসির সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। ২০২২ থেকে শুরু করে এখনো পর্যন্ত ৮ টেস্টে ১০০৪ রান করেন কামিন্দু। গড় ৯১.২৭। কমপক্ষে ৫ টেস্ট খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গড় তাঁর। সর্বোচ্চ ৯৯.৯৪ গড় স্যার ডন ব্র্যাডমানের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত