ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেছে। তবু সমালোচনা যেন পিছু ছাড়ছে না। যখন সামনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে যাচ্ছে, তখন এর সংস্করণও বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দল পাকিস্তানে পাঠায় কি না, তা নিয়ে উদ্বেগ তো রয়েছে। এবার চ্যাম্পিয়নস ট্রফির সংস্করণ ওয়ানডে থেকে বদলে টি-টোয়েন্টিতে হতে পারে বলে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। মূলত ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজেট নিয়ে নয়ছয় হওয়ার কারণেই এমন চিন্তাভাবনা। যুক্তরাষ্ট্র অংশে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ কোটি ডলারের বেশি খরচ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ২৪০ কোটি। বাজেট নয়ছয় নিয়ে এরই মধ্যে অডিটের কাজ শুরু হয়েছে। যদিও এই ব্যাপারটি নিয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার আয়োজিত আইসিসি সভায় কোনো আলোচনা হয়নি। এখন পর্যন্ত যে আটবার চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে, প্রতিবারই হয়েছে ওয়ানডে সংস্করণে।
আইসিসির সম্প্রচারক কোম্পানি ডিজনি স্টার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে। ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজনি স্টার যেসব ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেগুলোর অন্যতম ম্যাচের সময়সূচি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী রাতের ম্যাচগুলো বাংলাদেশ সময় ভোর পাঁচটা থেকে সকাল ৭টার দিকে শুরু হয়েছে। যার মধ্যে বাংলাদেশেরও ম্যাচ রয়েছে। উপমহাদেশের বেশিরভাগ মানুষ তখন ঘুমে আচ্ছন্ন থাকেন। ম্যাচের এমন সময় সূচি দর্শকসংখ্যা কমার পেছনে কারণ হিসেবে দাবি ডিজনি স্টারের। বেশিরভাগ ম্যাচ বিশ্বকাপের আয়োজক ও সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের। টুর্নামেন্টে বাংলাদেশ যে সাত ম্যাচ খেলেছে, তাঁর মধ্যে চারটি ম্যাচ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হয়েছে।
ডিজনি স্টার ‘ড্রপ ইন পিচ’ নিয়েও উদ্বেগের কথা জানিয়েছিল। যেখানে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন পিচ ব্যবহার করা হয়েছে। টি-টোয়েন্টিতে যেখানে ব্যাটারদের চার-ছক্কা দেখতে অভ্যস্ত দর্শকেরা, নিউইয়র্কের ম্যাচগুলো হয়েছে বোলারদের বধ্যভূমিতে। এই মাঠে সর্বোচ্চ ১৩৭ রান কানাডা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড ৭৭ ও ৯৬ রানে অলআউট হয়েছে। নাসাউ কাউন্টির হাউজফুল গ্যালারিতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি ছিল লো-স্কোরিং থ্রিলার। এমনকি এই মাঠে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়া করেও বাংলাদেশ জিততে পারেনি। নাসাউ কাউন্টিতে বিশ্বকাপের আটটি ম্যাচ আয়োজিত হয়েছে।
আরও পড়ুন-
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেছে। তবু সমালোচনা যেন পিছু ছাড়ছে না। যখন সামনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে যাচ্ছে, তখন এর সংস্করণও বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দল পাকিস্তানে পাঠায় কি না, তা নিয়ে উদ্বেগ তো রয়েছে। এবার চ্যাম্পিয়নস ট্রফির সংস্করণ ওয়ানডে থেকে বদলে টি-টোয়েন্টিতে হতে পারে বলে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। মূলত ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজেট নিয়ে নয়ছয় হওয়ার কারণেই এমন চিন্তাভাবনা। যুক্তরাষ্ট্র অংশে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ কোটি ডলারের বেশি খরচ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ২৪০ কোটি। বাজেট নয়ছয় নিয়ে এরই মধ্যে অডিটের কাজ শুরু হয়েছে। যদিও এই ব্যাপারটি নিয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার আয়োজিত আইসিসি সভায় কোনো আলোচনা হয়নি। এখন পর্যন্ত যে আটবার চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে, প্রতিবারই হয়েছে ওয়ানডে সংস্করণে।
আইসিসির সম্প্রচারক কোম্পানি ডিজনি স্টার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে। ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজনি স্টার যেসব ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেগুলোর অন্যতম ম্যাচের সময়সূচি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী রাতের ম্যাচগুলো বাংলাদেশ সময় ভোর পাঁচটা থেকে সকাল ৭টার দিকে শুরু হয়েছে। যার মধ্যে বাংলাদেশেরও ম্যাচ রয়েছে। উপমহাদেশের বেশিরভাগ মানুষ তখন ঘুমে আচ্ছন্ন থাকেন। ম্যাচের এমন সময় সূচি দর্শকসংখ্যা কমার পেছনে কারণ হিসেবে দাবি ডিজনি স্টারের। বেশিরভাগ ম্যাচ বিশ্বকাপের আয়োজক ও সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের। টুর্নামেন্টে বাংলাদেশ যে সাত ম্যাচ খেলেছে, তাঁর মধ্যে চারটি ম্যাচ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হয়েছে।
ডিজনি স্টার ‘ড্রপ ইন পিচ’ নিয়েও উদ্বেগের কথা জানিয়েছিল। যেখানে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন পিচ ব্যবহার করা হয়েছে। টি-টোয়েন্টিতে যেখানে ব্যাটারদের চার-ছক্কা দেখতে অভ্যস্ত দর্শকেরা, নিউইয়র্কের ম্যাচগুলো হয়েছে বোলারদের বধ্যভূমিতে। এই মাঠে সর্বোচ্চ ১৩৭ রান কানাডা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড ৭৭ ও ৯৬ রানে অলআউট হয়েছে। নাসাউ কাউন্টির হাউজফুল গ্যালারিতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি ছিল লো-স্কোরিং থ্রিলার। এমনকি এই মাঠে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়া করেও বাংলাদেশ জিততে পারেনি। নাসাউ কাউন্টিতে বিশ্বকাপের আটটি ম্যাচ আয়োজিত হয়েছে।
আরও পড়ুন-
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে সবশেষ ক্রিকেট হয়েছিল। ব্যাপক আলোচনার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে আবারও ফিরছে ক্রিকেট। তবে এখানেও ক্রিকেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
৪ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৪ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৫ ঘণ্টা আগে