আহমেদ রিয়াদ, হায়দরাবাদ থেকে
প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে ভারতের কাছে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই হায়দরাবাদে আজ হতে যাওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টিটি ভারতের জন্য নিছক আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য নয়। এটি দলের ধবলধোলাই হওয়ার হাত থেকে নিজেদের রক্ষার লড়াই নাজমুল হোসেন শান্তদের। লড়াই মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বিদায়ী উপহার বের করে নিয়ে আসার। রাজীব গান্ধী স্টেডিয়ামে হতে যাওয়া এই টি-টোয়েন্টিই যে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
দিল্লি থেকে হায়দরাবাদে এসে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দল খোলা মাঠে অনুশীলন করেনি। তবে ম্যাচের আগে পুরোপুরি ক্লোজ ডোর সেশন করেছে তারা, যেখানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। হয়তো স্বস্তিতে থাকতে সবকিছু থেকে আড়ালে থাকাটাকেই ভালো মনে করেছে দল।
গতকাল হায়দরাবাদের আকাশে থেকে থেকেই রোদ্র-ছায়ার খেলা দেখা গেছে। কয়েক দফায় বৃষ্টিও হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা, তবে সন্ধ্যায় নয়। আর ম্যাচ শুরু হবে সন্ধ্যায়, বাংলাদেশ সময় সাড়ে ৭টায়।
বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার দারুণ এক সাক্ষী হয়ে আছে হায়দরাবাদ। ১৯৯৮ সালে এখানেই ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের ভেন্যু ছিল লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। আর আজকের ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য না হলেও আইপিএলে খেলার সুবাদে এই ভেন্যু মোস্তাফিজুর রহমানের কাছে খুব পরিচিত। তবে মাহমুদউল্লাহর জন্য বিদায়ী উপহার নিশ্চিত করতে হলে শুধু মোস্তাফিজ নয়, দলের সবাইকেই নিজের সেরাটা দিতে হবে মাঠে।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দলের মানসিকতা আর স্কিলে সমস্যার কথা বলেছিলেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছিলেন তাসকিন আহমেদও। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও পুরোনো রেকর্ড বাজালেন নতুন করে, ‘ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার অভাবে দল চাপের মুখে পড়ছে।’
শেষ ম্যাচে দলের কাছে তাই পোথাসের চাওয়া মানসিক দৃঢ়তা; চাপমুক্ত হয়ে ক্রিকেটারদের সহজাত খেলাটা খেলা। সিরিজ হার এড়ানোর জন্য, মাহমুদউল্লাহর বিদায়ী উপহারের জন্য কি আজ নাজমুল হোসেন শান্তরা নিজেদের নিংড়ে দিয়ে খেলতে পারবেন?
প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে ভারতের কাছে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই হায়দরাবাদে আজ হতে যাওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টিটি ভারতের জন্য নিছক আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য নয়। এটি দলের ধবলধোলাই হওয়ার হাত থেকে নিজেদের রক্ষার লড়াই নাজমুল হোসেন শান্তদের। লড়াই মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বিদায়ী উপহার বের করে নিয়ে আসার। রাজীব গান্ধী স্টেডিয়ামে হতে যাওয়া এই টি-টোয়েন্টিই যে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
দিল্লি থেকে হায়দরাবাদে এসে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দল খোলা মাঠে অনুশীলন করেনি। তবে ম্যাচের আগে পুরোপুরি ক্লোজ ডোর সেশন করেছে তারা, যেখানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। হয়তো স্বস্তিতে থাকতে সবকিছু থেকে আড়ালে থাকাটাকেই ভালো মনে করেছে দল।
গতকাল হায়দরাবাদের আকাশে থেকে থেকেই রোদ্র-ছায়ার খেলা দেখা গেছে। কয়েক দফায় বৃষ্টিও হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা, তবে সন্ধ্যায় নয়। আর ম্যাচ শুরু হবে সন্ধ্যায়, বাংলাদেশ সময় সাড়ে ৭টায়।
বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার দারুণ এক সাক্ষী হয়ে আছে হায়দরাবাদ। ১৯৯৮ সালে এখানেই ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের ভেন্যু ছিল লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। আর আজকের ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য না হলেও আইপিএলে খেলার সুবাদে এই ভেন্যু মোস্তাফিজুর রহমানের কাছে খুব পরিচিত। তবে মাহমুদউল্লাহর জন্য বিদায়ী উপহার নিশ্চিত করতে হলে শুধু মোস্তাফিজ নয়, দলের সবাইকেই নিজের সেরাটা দিতে হবে মাঠে।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দলের মানসিকতা আর স্কিলে সমস্যার কথা বলেছিলেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছিলেন তাসকিন আহমেদও। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও পুরোনো রেকর্ড বাজালেন নতুন করে, ‘ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার অভাবে দল চাপের মুখে পড়ছে।’
শেষ ম্যাচে দলের কাছে তাই পোথাসের চাওয়া মানসিক দৃঢ়তা; চাপমুক্ত হয়ে ক্রিকেটারদের সহজাত খেলাটা খেলা। সিরিজ হার এড়ানোর জন্য, মাহমুদউল্লাহর বিদায়ী উপহারের জন্য কি আজ নাজমুল হোসেন শান্তরা নিজেদের নিংড়ে দিয়ে খেলতে পারবেন?
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১৮ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে