ক্রীড়া ডেস্ক
জসপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টকে সামনে রেখে আগেই দেওয়া হয়েছে বিশ্রাম। পঞ্চম টেস্টেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে আরেক ক্রিকেটার লোকেশ রাহুলকে নিয়ে।
২৩ ফেব্রুয়ারি রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, চোটে পড়ায় সেই টেস্টের দল থেকে ছিটকে গেলেন রাহুল। ডান পায়ের উরুর মাংসপেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। এই চোটে তিনি আক্রান্ত হয়েছেন হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে। দুই ইনিংসে করেন ৮৬ ও ২২ রান। সেই টেস্টই তাঁর ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। চোটে পড়ায় বিশাখাপত্তনম সিরিজ শুরুর আগেই দল থেকে তিনি বাদ পড়ে যান। এরপর রাজকোটে তৃতীয় টেস্ট শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। রাজকোট টেস্ট শুরুর আগে ১২ ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল রাহুল ৯০ শতাংশ ফিট এবং বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সেরে উঠছেন। পরবর্তীতে তাঁর রাজকোট টেস্টও খেলা হয়নি।
এমনকি সিরিজের পঞ্চম টেস্টেও রাহুলের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বিসিসিআইয়ের সর্বশেষ হালনাগাদ করা তথ্য অনুযায়ী, ফিটনেসের ওপর নির্ভর করছে রাহুল সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন কি পারছেন না। ৭ মার্চ ধর্মশালায় শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। অন্যদিকে রাহুলের পরিবর্তে টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দেবদূত পাডিক্কাল। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন পাডিক্কাল।
বুমরাকে বিশ্রাম দেওয়া মূলত ভারতের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের এক অংশ। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন টেস্ট মিলে তিনি বোলিং করেছেন ৮০.৫ ওভার। ১৩.৬৫ বোলিং গড়ে নিয়েছেন ১৭ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। যেখানে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে ওঠেন কদিন আগে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়া রাজকোট টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে টেস্টে ভারতের সর্বোচ্চ রানে জয়। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম তিন টেস্টই শেষ হয়েছে ৪ দিনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার দুইয়ে এখন ভারত।
জসপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টকে সামনে রেখে আগেই দেওয়া হয়েছে বিশ্রাম। পঞ্চম টেস্টেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে আরেক ক্রিকেটার লোকেশ রাহুলকে নিয়ে।
২৩ ফেব্রুয়ারি রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, চোটে পড়ায় সেই টেস্টের দল থেকে ছিটকে গেলেন রাহুল। ডান পায়ের উরুর মাংসপেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। এই চোটে তিনি আক্রান্ত হয়েছেন হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে। দুই ইনিংসে করেন ৮৬ ও ২২ রান। সেই টেস্টই তাঁর ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। চোটে পড়ায় বিশাখাপত্তনম সিরিজ শুরুর আগেই দল থেকে তিনি বাদ পড়ে যান। এরপর রাজকোটে তৃতীয় টেস্ট শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। রাজকোট টেস্ট শুরুর আগে ১২ ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল রাহুল ৯০ শতাংশ ফিট এবং বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সেরে উঠছেন। পরবর্তীতে তাঁর রাজকোট টেস্টও খেলা হয়নি।
এমনকি সিরিজের পঞ্চম টেস্টেও রাহুলের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বিসিসিআইয়ের সর্বশেষ হালনাগাদ করা তথ্য অনুযায়ী, ফিটনেসের ওপর নির্ভর করছে রাহুল সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন কি পারছেন না। ৭ মার্চ ধর্মশালায় শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। অন্যদিকে রাহুলের পরিবর্তে টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দেবদূত পাডিক্কাল। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন পাডিক্কাল।
বুমরাকে বিশ্রাম দেওয়া মূলত ভারতের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের এক অংশ। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন টেস্ট মিলে তিনি বোলিং করেছেন ৮০.৫ ওভার। ১৩.৬৫ বোলিং গড়ে নিয়েছেন ১৭ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। যেখানে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে ওঠেন কদিন আগে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়া রাজকোট টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে টেস্টে ভারতের সর্বোচ্চ রানে জয়। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম তিন টেস্টই শেষ হয়েছে ৪ দিনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার দুইয়ে এখন ভারত।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে