ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কান ক্রিকেটে চলছে টালমাটাল অবস্থা। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স তো করেছেই। একই সঙ্গে আইসিসির থেকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পেয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেটে এমন হতাশাজনক অবস্থায় অর্জুনা রানাতুঙ্গা করেছেন এক বিতর্কিত মন্তব্য। যে বিতর্কিত মন্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। বিশ্বকাপজয়ী অধিনায়কের মন্তব্যের পর ক্ষমা প্রকাশ করেছে দেশটির সরকার।
শ্রীলঙ্কা ক্রিকেটের দুরবস্থার জন্য রানাতুঙ্গা কয়েকদিন আগে তোপ দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের ওপর। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রকাশিত সংবাদমাধ্যমে রানাতুঙ্গা বলেন, ‘এসএলসির কর্মকর্তাদের সঙ্গে জয় শাহর সম্পর্ক রয়েছে। তারা এসএলসিকে নিয়ন্ত্রণ করছে। জয় শাহ শ্রীলঙ্কা ক্রিকেটকে ধ্বংস করছেন।’ জয় একই সঙ্গে এসিসিরও সভাপতি। রানাতুঙ্গার বিতর্কিত মন্তব্যের পর শ্রীলঙ্কার সরকার অনুতপ্ত বলে দেশটির সংবাদমাধ্যম নিউজওয়্যার আজ জানিয়েছে।
সংবাদমাধ্যমটি দেশটির মন্ত্রী কাঞ্চন বিজেসেকেরার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে শ্রীলঙ্কান ক্রিকেটের ত্রুটিপূর্ণ অবস্থার জন্য শ্রীলঙ্কা কখনো এসিসি সভাপতি অথবা অন্য দেশের কাউকে দায়ী করতে পারে না। জয় শাহকে অভিযুক্ত করে করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিজেসেকারা।
২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। সেই টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি লঙ্কান ক্রিকেটের নিষেধাজ্ঞার সমস্যার সমাধানে সরকার কাজ করবে বলে জানিয়েছেন মন্ত্রী বিজেসেকারা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনসহ পূর্বপরিকল্পিত কাজগুলো করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
লঙ্কান ক্রিকেটের নিষেধাজ্ঞার সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে কাজ করব। এসিসি চেয়ারম্যান, আইসিসি কর্মকর্তা ও আইসিসির সদস্য দেশগুলোর বিরুদ্ধে যে বা যারা বক্তব্য দিয়েছেন, তাতে সরকার অনুতপ্ত। সব পর্যায়ে খেলাধুলার অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত করতে একটা উপকমিটি কাজ করবে।’
শ্রীলঙ্কার ক্রিকেটের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকায় গত সপ্তাহে নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে বিশ্বকাপ চলা অবস্থায় আগের বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। ১৯৭৩ সালের ক্রীড়া আইন মেনে এমনটা করা হয়েছিল বলে জানিয়েছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। এরপর আদালতে আবেদন করা হলে আগের বোর্ডই বহাল রাখার আদেশ দিয়েছিলেন আদালত। লঙ্কান ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞার ব্যাপার নিয়েই আলোচনা হবে আইসিসির পরবর্তী বোর্ড সভায়। আগামী মঙ্গলবার আহমেদাবাদে হবে আইসিসির বোর্ড সভা।
শ্রীলঙ্কান ক্রিকেটে চলছে টালমাটাল অবস্থা। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স তো করেছেই। একই সঙ্গে আইসিসির থেকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পেয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেটে এমন হতাশাজনক অবস্থায় অর্জুনা রানাতুঙ্গা করেছেন এক বিতর্কিত মন্তব্য। যে বিতর্কিত মন্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। বিশ্বকাপজয়ী অধিনায়কের মন্তব্যের পর ক্ষমা প্রকাশ করেছে দেশটির সরকার।
শ্রীলঙ্কা ক্রিকেটের দুরবস্থার জন্য রানাতুঙ্গা কয়েকদিন আগে তোপ দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের ওপর। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রকাশিত সংবাদমাধ্যমে রানাতুঙ্গা বলেন, ‘এসএলসির কর্মকর্তাদের সঙ্গে জয় শাহর সম্পর্ক রয়েছে। তারা এসএলসিকে নিয়ন্ত্রণ করছে। জয় শাহ শ্রীলঙ্কা ক্রিকেটকে ধ্বংস করছেন।’ জয় একই সঙ্গে এসিসিরও সভাপতি। রানাতুঙ্গার বিতর্কিত মন্তব্যের পর শ্রীলঙ্কার সরকার অনুতপ্ত বলে দেশটির সংবাদমাধ্যম নিউজওয়্যার আজ জানিয়েছে।
সংবাদমাধ্যমটি দেশটির মন্ত্রী কাঞ্চন বিজেসেকেরার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে শ্রীলঙ্কান ক্রিকেটের ত্রুটিপূর্ণ অবস্থার জন্য শ্রীলঙ্কা কখনো এসিসি সভাপতি অথবা অন্য দেশের কাউকে দায়ী করতে পারে না। জয় শাহকে অভিযুক্ত করে করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিজেসেকারা।
২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। সেই টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি লঙ্কান ক্রিকেটের নিষেধাজ্ঞার সমস্যার সমাধানে সরকার কাজ করবে বলে জানিয়েছেন মন্ত্রী বিজেসেকারা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনসহ পূর্বপরিকল্পিত কাজগুলো করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
লঙ্কান ক্রিকেটের নিষেধাজ্ঞার সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে কাজ করব। এসিসি চেয়ারম্যান, আইসিসি কর্মকর্তা ও আইসিসির সদস্য দেশগুলোর বিরুদ্ধে যে বা যারা বক্তব্য দিয়েছেন, তাতে সরকার অনুতপ্ত। সব পর্যায়ে খেলাধুলার অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত করতে একটা উপকমিটি কাজ করবে।’
শ্রীলঙ্কার ক্রিকেটের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকায় গত সপ্তাহে নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে বিশ্বকাপ চলা অবস্থায় আগের বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। ১৯৭৩ সালের ক্রীড়া আইন মেনে এমনটা করা হয়েছিল বলে জানিয়েছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। এরপর আদালতে আবেদন করা হলে আগের বোর্ডই বহাল রাখার আদেশ দিয়েছিলেন আদালত। লঙ্কান ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞার ব্যাপার নিয়েই আলোচনা হবে আইসিসির পরবর্তী বোর্ড সভায়। আগামী মঙ্গলবার আহমেদাবাদে হবে আইসিসির বোর্ড সভা।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে