ক্রীড়া ডেস্ক
সবশেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেয়েছিল উগান্ডা। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু আজ স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমে বিব্রতকর এক রেকর্ড গড়ল।
বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৯ রানে অলআউট হওয়ার রেকর্ডে অবশ্য শুধু তারা একাই নয়, তাদের আগে এই বিব্রতকর রেকর্ডে নাম তুলেছে নেদারল্যান্ডস। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা।
উগান্ডাকে বিব্রতকর রেকর্ডে নাম তুলতে একাই বাধ্য করেছেন আকিল হোসেন। তাঁর বাঁ হাতের ঘূর্ণিতেই উগান্ডার ব্যাটিং অর্ডার ধসে পড়ে। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাঁর স্পিনে দিশেহারা হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন অধিনায়ক ব্রায়ান মাসাবার দলের খেলোয়াড়েরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৩ রান করা জুমা মিয়াজি ছাড়া আর কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
গায়ানায় আজ উগান্ডার স্কোরকার্ড মোবাইল নম্বরের মতো লাগছিল। প্রতিপক্ষকে বিব্রতকর রেকর্ডে নাম তুলতে বাধ্য করা আকিল একাই নিয়েছেন ৫ উইকেট। আর বাকি ৫ উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ম্যাচে বোলিং করা অন্য চার বোলার। ৫ উইকেট নেওয়ার পথে নিজেও রেকর্ড গড়েছেন আকিল। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি।
প্রথমবার কোনো ক্যারিবিয়ান বোলার বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছেন। ১১ রানে ৫ উইকেট নিয়ে আকিল পেছনে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া স্যামুয়েল বদ্রিকে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে এই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার। বিশ্বকাপে চূড়ায় ওঠার দিনে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইয়ে আছেন তিনি। ২০২২ সালে ভারতের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ওবেদ ম্যাককয়।
উগান্ডাকে ৩৯ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজও রেকর্ড গড়েছে। রানের হিসাবে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় জয় পেয়েছে তারা। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পাওয়া ১৭২ রানের জয়ের পরেই জায়গা পেয়েছে ক্যারিবিয়ানদের ১৩৪ রানের জয়টি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে সর্বোচ্চ জয় ওয়েস্ট ইন্ডিজের। আগের সর্বোচ্চ ৮৪ রানের জয়টি তারা পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল ২০১৪ বিশ্বকাপে।
আজ আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের দলীয় প্রচেষ্টায় ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৬ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও কেউই ফিফটি পাননি। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে করেছেন ওপেনার জনসন চার্লস। উগান্ডাকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথটা মসৃণ করে রাখল সংক্ষিপ্ত সংস্করণের দুইবারের চ্যাম্পিয়নরা।
দুর্দান্ত বোলিংয়ে অবধারিতভাবেই ম্যাচ-সেরা হয়েছেন আকিল। পুরস্কার নিতে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এটি (ভালো) অনেক পরিশ্রমের ফল। বিশেষ করে যখন আপনি শুরুতেই সাফল্য পাবেন। আমি খুবই খুশি যে দলের যেখানে প্রয়োজন সেখানে বোলিং করতে পেরে।’
সবশেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেয়েছিল উগান্ডা। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু আজ স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমে বিব্রতকর এক রেকর্ড গড়ল।
বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৯ রানে অলআউট হওয়ার রেকর্ডে অবশ্য শুধু তারা একাই নয়, তাদের আগে এই বিব্রতকর রেকর্ডে নাম তুলেছে নেদারল্যান্ডস। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা।
উগান্ডাকে বিব্রতকর রেকর্ডে নাম তুলতে একাই বাধ্য করেছেন আকিল হোসেন। তাঁর বাঁ হাতের ঘূর্ণিতেই উগান্ডার ব্যাটিং অর্ডার ধসে পড়ে। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাঁর স্পিনে দিশেহারা হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন অধিনায়ক ব্রায়ান মাসাবার দলের খেলোয়াড়েরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৩ রান করা জুমা মিয়াজি ছাড়া আর কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
গায়ানায় আজ উগান্ডার স্কোরকার্ড মোবাইল নম্বরের মতো লাগছিল। প্রতিপক্ষকে বিব্রতকর রেকর্ডে নাম তুলতে বাধ্য করা আকিল একাই নিয়েছেন ৫ উইকেট। আর বাকি ৫ উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ম্যাচে বোলিং করা অন্য চার বোলার। ৫ উইকেট নেওয়ার পথে নিজেও রেকর্ড গড়েছেন আকিল। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি।
প্রথমবার কোনো ক্যারিবিয়ান বোলার বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছেন। ১১ রানে ৫ উইকেট নিয়ে আকিল পেছনে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া স্যামুয়েল বদ্রিকে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে এই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার। বিশ্বকাপে চূড়ায় ওঠার দিনে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইয়ে আছেন তিনি। ২০২২ সালে ভারতের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ওবেদ ম্যাককয়।
উগান্ডাকে ৩৯ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজও রেকর্ড গড়েছে। রানের হিসাবে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় জয় পেয়েছে তারা। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পাওয়া ১৭২ রানের জয়ের পরেই জায়গা পেয়েছে ক্যারিবিয়ানদের ১৩৪ রানের জয়টি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে সর্বোচ্চ জয় ওয়েস্ট ইন্ডিজের। আগের সর্বোচ্চ ৮৪ রানের জয়টি তারা পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল ২০১৪ বিশ্বকাপে।
আজ আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের দলীয় প্রচেষ্টায় ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৬ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও কেউই ফিফটি পাননি। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে করেছেন ওপেনার জনসন চার্লস। উগান্ডাকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথটা মসৃণ করে রাখল সংক্ষিপ্ত সংস্করণের দুইবারের চ্যাম্পিয়নরা।
দুর্দান্ত বোলিংয়ে অবধারিতভাবেই ম্যাচ-সেরা হয়েছেন আকিল। পুরস্কার নিতে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এটি (ভালো) অনেক পরিশ্রমের ফল। বিশেষ করে যখন আপনি শুরুতেই সাফল্য পাবেন। আমি খুবই খুশি যে দলের যেখানে প্রয়োজন সেখানে বোলিং করতে পেরে।’
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
৯ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে