নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।
আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৯ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ ঘণ্টা আগে