ক্রীড়া ডেস্ক
১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ ব্যাটিংয়ে করেছেন ১ রান। বোলিং-ফিল্ডিং দিয়েই যেন ব্যাটিংয়ের ব্যর্থতা আড়ালের চেষ্টা করছেন তিনি।
১৪৪ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়েও সংগ্রাম করছে রানের জন্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেটে ৫৮ রান করেছে সফরকারীরা। তিন উইকেটের দুটিতেই অবদান সাকিবের। ২ ওভারে ১৩ রান খরচ করে ১ উইকেট নেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
রানের খাতা খোলার আগেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ বলে তাসকিনকে পুল করতে যান ব্রায়ান বেনেট। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে ডাইভ দিয়ে ধরেন সাকিব। প্রথম ওভার জিম্বাবুয়ে শেষ করে ১ উইকেটে ৪ রানে।
ইনিংসের দ্বিতীয় ও তৃতীয়—পরপর দুই ওভার বোলিং করেন দুই সাকিব। দুজনেই ছিলেন খরুচে। দ্বিতীয় ওভারে তানজিম সাকিব খরচ করেন ১৪ রান। সাকিব তৃতীয় ওভারে দেন ৮ রান। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা সিকান্দার রাজা ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারের পঞ্চম বলে রাজাকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। ১০ বলে ৪ চারে ১৭ রান করেন রাজা।পঞ্চম ওভারে বোলিংয়ে এসে সাকিব ৫ রানে নেন ১ উইকেট। ওভারের চতুর্থ বলে সাকিবকে স্লগ সুইপ করতে যান তাদিওয়ানাশে মারুমানি। তাতে এলবিডব্লুর ফাঁদে পড়েন মারুমানি। ১৩ বলে ৩ চারে ১৪ রান করেন জিম্বাবুয়ের ওপেনার।
পঞ্চম ওভারের পঞ্চম বলেই ক্লাইভ মাদান্দের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন সাকিব। আম্পায়ার আউট না দিলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। রিভিউ অবশ্য নষ্ট হয়েছে। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) জিম্বাবুয়ে শেষ করেছে ৩ উইকেটে ৩৮ রানে।
১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ ব্যাটিংয়ে করেছেন ১ রান। বোলিং-ফিল্ডিং দিয়েই যেন ব্যাটিংয়ের ব্যর্থতা আড়ালের চেষ্টা করছেন তিনি।
১৪৪ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়েও সংগ্রাম করছে রানের জন্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেটে ৫৮ রান করেছে সফরকারীরা। তিন উইকেটের দুটিতেই অবদান সাকিবের। ২ ওভারে ১৩ রান খরচ করে ১ উইকেট নেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
রানের খাতা খোলার আগেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ বলে তাসকিনকে পুল করতে যান ব্রায়ান বেনেট। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে ডাইভ দিয়ে ধরেন সাকিব। প্রথম ওভার জিম্বাবুয়ে শেষ করে ১ উইকেটে ৪ রানে।
ইনিংসের দ্বিতীয় ও তৃতীয়—পরপর দুই ওভার বোলিং করেন দুই সাকিব। দুজনেই ছিলেন খরুচে। দ্বিতীয় ওভারে তানজিম সাকিব খরচ করেন ১৪ রান। সাকিব তৃতীয় ওভারে দেন ৮ রান। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা সিকান্দার রাজা ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারের পঞ্চম বলে রাজাকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। ১০ বলে ৪ চারে ১৭ রান করেন রাজা।পঞ্চম ওভারে বোলিংয়ে এসে সাকিব ৫ রানে নেন ১ উইকেট। ওভারের চতুর্থ বলে সাকিবকে স্লগ সুইপ করতে যান তাদিওয়ানাশে মারুমানি। তাতে এলবিডব্লুর ফাঁদে পড়েন মারুমানি। ১৩ বলে ৩ চারে ১৪ রান করেন জিম্বাবুয়ের ওপেনার।
পঞ্চম ওভারের পঞ্চম বলেই ক্লাইভ মাদান্দের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন সাকিব। আম্পায়ার আউট না দিলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। রিভিউ অবশ্য নষ্ট হয়েছে। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) জিম্বাবুয়ে শেষ করেছে ৩ উইকেটে ৩৮ রানে।
২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ..
১ মিনিট আগেথামল রাফায়েল নাদালের কিংবদন্তিতুল্য টেনিস ক্যারিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিদায়ে ২২ গ্র্যান্ড স্লামের মালিকও শেষ দেখে ফেললেন। নাদালও শেষটা রাঙাতে পারেননি। সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডশুল্ফের কাছে...
১ ঘণ্টা আগেক্যারিবীয় সাগরের ঢেউয়ের মতো গতিময় আর তীব্র পেস আক্রমণ মনে করিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের কথা। ওয়েস্ট ইন্ডিজ সোনালি সময় পেছনে ফেললেও বাংলাদেশ দলের কাছে এখনো তাদের পেস আক্রমণ সামলানো যথেষ্ট চ্যালেঞ্জিং। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত...
২ ঘণ্টা আগে