ক্রীড়া ডেস্ক
বোলার হওয়ায় ব্যাটিংয়ে নামার সুযোগ এমনিতে কম পান যুজবেন্দ্র চাহাল। সর্বশেষ প্রায় আড়াই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এরপর গতকাল ব্যাটিংয়ে নামার সুযোগ পান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে গিয়ে একটা হতভম্বেই পড়ে গিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার।
৯ম ব্যাটার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গী হতে মাঠে নেমেও প্রায় মাঠের বাইরেই থাকতে হচ্ছিল চাহালকে। শেষ পর্যন্ত অবশ্য তিনিই ব্যাটিং করেছেন ক্রিকেটের নিয়মের কারণে। ঘটনাটি ঘটে শেষ ওভারে। কুলদীপ যাদব আউট হলে ব্যাটিংয়ে নামার মতো তিনি আর মুকেশ কুমার একাদশে ছিলেন।
মুকেশের অভিষেক ম্যাচ হওয়ায় ব্যাট–প্যাড পরে তাই মাঠে নেমেছিলেন চাহাল। ক্রিজে থাকা আর্শদীপের কাছাকাছিও চলে যান। কিন্তু ভারতীয় পেসার চাহালকে ড্রেসিংরুমের সিদ্ধান্তের কথা জানালে মাঠ থেকে বেরিয়ে যান। তখন মুকেশ নামতে যাচ্ছিলেন। কিন্তু সে সময় মাঠের আম্পায়াররা চাহালকেই ব্যাটিংয়ে নামার জন্য ডাক দেন। এতে করে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাটিং করার সুযোগ পান।
ক্রিকেট আইনের ২৫.২ নম্বর ধারা অনুযায়ী ব্যাটিং করতে হয়েছে চাহালকে। ধারায় বলা হয়েছ, যখনই কোনো ব্যাটার মাঠে প্রথম পা রাখবেন তখন ধরে নেওয়া হবে যে তাঁর ইনিংস শুরু হয়ে গেছে। এ কারণে ড্রেসিংরুমে চলে যেতে গিয়েও চাহালকে ফিরে আসতে হয়।
ব্যাটিং করলেও দলকে আর জেতাতে পারেননি চাহাল। অবশ্য ম্যাচ জেতানোর আশাও করা যায় না তাঁর কাছ থেকে। আগের ৭৫ ম্যাচে যে করতে পেরেছেন মাত্র ৫ রান। তার উপর তিনি যখন মাঠে নেমেছিলেন সে সময় ভারতের প্রয়োজন ছিল ৫ বলে ১০ রান। মুখোমুখি প্রথম বলে ১ রান নিয়ে নিজের কাজটা অবশ্য ঠিকঠাক মতোই করেছেন তিনি। এরপর আর্শদীপের উপর ম্যাচ জেতানোর দায়িত্ব পড়লে ওভারের পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হলে ভারতের আশা শেষ হয়। শেষ বলে ৬ মারতে পারলে জিততে পারত ভারত। শেষ বলে ১ রানের বেশি করতে পারেননি অভিষিক্ত মুকেশ। এতে প্রথম টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
বোলার হওয়ায় ব্যাটিংয়ে নামার সুযোগ এমনিতে কম পান যুজবেন্দ্র চাহাল। সর্বশেষ প্রায় আড়াই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এরপর গতকাল ব্যাটিংয়ে নামার সুযোগ পান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে গিয়ে একটা হতভম্বেই পড়ে গিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার।
৯ম ব্যাটার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গী হতে মাঠে নেমেও প্রায় মাঠের বাইরেই থাকতে হচ্ছিল চাহালকে। শেষ পর্যন্ত অবশ্য তিনিই ব্যাটিং করেছেন ক্রিকেটের নিয়মের কারণে। ঘটনাটি ঘটে শেষ ওভারে। কুলদীপ যাদব আউট হলে ব্যাটিংয়ে নামার মতো তিনি আর মুকেশ কুমার একাদশে ছিলেন।
মুকেশের অভিষেক ম্যাচ হওয়ায় ব্যাট–প্যাড পরে তাই মাঠে নেমেছিলেন চাহাল। ক্রিজে থাকা আর্শদীপের কাছাকাছিও চলে যান। কিন্তু ভারতীয় পেসার চাহালকে ড্রেসিংরুমের সিদ্ধান্তের কথা জানালে মাঠ থেকে বেরিয়ে যান। তখন মুকেশ নামতে যাচ্ছিলেন। কিন্তু সে সময় মাঠের আম্পায়াররা চাহালকেই ব্যাটিংয়ে নামার জন্য ডাক দেন। এতে করে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাটিং করার সুযোগ পান।
ক্রিকেট আইনের ২৫.২ নম্বর ধারা অনুযায়ী ব্যাটিং করতে হয়েছে চাহালকে। ধারায় বলা হয়েছ, যখনই কোনো ব্যাটার মাঠে প্রথম পা রাখবেন তখন ধরে নেওয়া হবে যে তাঁর ইনিংস শুরু হয়ে গেছে। এ কারণে ড্রেসিংরুমে চলে যেতে গিয়েও চাহালকে ফিরে আসতে হয়।
ব্যাটিং করলেও দলকে আর জেতাতে পারেননি চাহাল। অবশ্য ম্যাচ জেতানোর আশাও করা যায় না তাঁর কাছ থেকে। আগের ৭৫ ম্যাচে যে করতে পেরেছেন মাত্র ৫ রান। তার উপর তিনি যখন মাঠে নেমেছিলেন সে সময় ভারতের প্রয়োজন ছিল ৫ বলে ১০ রান। মুখোমুখি প্রথম বলে ১ রান নিয়ে নিজের কাজটা অবশ্য ঠিকঠাক মতোই করেছেন তিনি। এরপর আর্শদীপের উপর ম্যাচ জেতানোর দায়িত্ব পড়লে ওভারের পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হলে ভারতের আশা শেষ হয়। শেষ বলে ৬ মারতে পারলে জিততে পারত ভারত। শেষ বলে ১ রানের বেশি করতে পারেননি অভিষিক্ত মুকেশ। এতে প্রথম টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩৪ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে