ক্রীড়া ডেস্ক
গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। এবারও ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার লোক কম ছিল না। দলে জস বাটলার-বেন স্টোকসদের মতো তারকা। বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবে সবাই ইংলিশদেরও রেখেছিল ফেবারিটদের তালিকায়।
কিন্তু ঘটলো উল্টো। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা আর কাটাতে পারেনি তারা। বিসর্জন দেয় সেমিফাইনালের স্বপ্ন। বাটলাররা গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।
তবে সমাপ্তির পরপরই নতুন শুরুর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সফরের জন্য বলতে গেলে একেবারে নতুন দলই দিল ইংলিশরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শুধু ৬ জন। তাদের একজন অধিনায়ক-উইকেটরক্ষক বাটলার। সঙ্গে আছেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ইংল্যান্ড দলের নির্বাচকেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রেখেছেন বেশ কয়েকজন নতুন মুখ। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
ওয়ানডে দলে থাকা জশ টাং, ওলি পোপ ও জন টার্নারের এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি। ১৫ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে। জায়গা হয়নি স্টোকস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলীর মতো তারকাদের। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রিজার্ভ দলে থাকা জোফরা আর্চারকেও নেওয়া হয়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত দলে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।
গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। এবারও ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার লোক কম ছিল না। দলে জস বাটলার-বেন স্টোকসদের মতো তারকা। বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবে সবাই ইংলিশদেরও রেখেছিল ফেবারিটদের তালিকায়।
কিন্তু ঘটলো উল্টো। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা আর কাটাতে পারেনি তারা। বিসর্জন দেয় সেমিফাইনালের স্বপ্ন। বাটলাররা গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।
তবে সমাপ্তির পরপরই নতুন শুরুর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সফরের জন্য বলতে গেলে একেবারে নতুন দলই দিল ইংলিশরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শুধু ৬ জন। তাদের একজন অধিনায়ক-উইকেটরক্ষক বাটলার। সঙ্গে আছেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ইংল্যান্ড দলের নির্বাচকেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রেখেছেন বেশ কয়েকজন নতুন মুখ। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
ওয়ানডে দলে থাকা জশ টাং, ওলি পোপ ও জন টার্নারের এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি। ১৫ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে। জায়গা হয়নি স্টোকস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলীর মতো তারকাদের। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রিজার্ভ দলে থাকা জোফরা আর্চারকেও নেওয়া হয়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত দলে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৭ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৮ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৮ ঘণ্টা আগে