ক্রীড়া ডেস্ক
উপমহাদেশের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ আরও এক কাঠি সরেস। সর্বশেষ পাঁচ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়। লাল বলে এই সময়ে উইকেট পড়ার গড়ের দিক দিয়ে তালিকার সবার ওপরে বাংলাদেশ। গড়ে এখানে প্রায় ২৮ রান পরপর স্পিনাররা উইকেট নিয়েছেন।
চট্টগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। চতুর্থ দিন শেষে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছে ২২টি, এর মধ্যে স্পিনাররা নিয়েছেন ১৩ উইকেট। বাকি ৯ উইকেটের ১টি রানআউট, অন্যটি রিটায়ার্ড হার্ট। অন্য ৭ উইকেট পেয়েছেন পেসাররা। এর মধ্যে আবার প্রতিপক্ষের ১৩ উইকেটের ১২টিই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা।
শেষ পাঁচ বছরে বাংলাদেশে টেস্ট হয়েছে ১৫টি। যেখানে স্পিনাররা নিয়েছেন ৩৬৯ উইকেট। স্পিনারদের নেওয়া উইকেট সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তিনে থাকলেও গড়ের হিসাবে বাংলাদেশই সবার ওপরে। দুইয়ে আছে ৯ টেস্ট হওয়া সংযুক্ত আরব আমিরাত, যেখানে ২৮.৫৮ গড়ে স্পিনাররা নিয়েছেন ১৮৪ উইকেট। তালিকার তিনে ও চারে থাকা ভারত ও শ্রীলঙ্কায়ও স্পিনাররা উইকেট নিয়েছেন মুড়িমুড়কির মতো। এই সময়ে ২১ টেস্টে ভারতে উইকেট পড়েছে ৩৮৮টি আর শ্রীলঙ্কায় ১৭ টেস্টে স্পিনাররা নিয়েছেন ৪১৭ উইকেট।
এই জায়গায় ব্যতিক্রম উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। যুগে যুগে কিংবদন্তি পেসারদের জন্ম দেওয়া পাকিস্তানে স্পিনাররা খুব বেশি সময় সুবিধা করতে পারেননি। স্পিনারদের উইকেট নেওয়ার এই তালিকার সবার নিচে আছে পাকিস্তান। শেষ পাঁচ বছরে আট টেস্টে এখানে স্পিনাররা উইকেট নিয়েছেন ৭৭টি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সম্পর্কিত সবশেষ:
উপমহাদেশের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ আরও এক কাঠি সরেস। সর্বশেষ পাঁচ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়। লাল বলে এই সময়ে উইকেট পড়ার গড়ের দিক দিয়ে তালিকার সবার ওপরে বাংলাদেশ। গড়ে এখানে প্রায় ২৮ রান পরপর স্পিনাররা উইকেট নিয়েছেন।
চট্টগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। চতুর্থ দিন শেষে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছে ২২টি, এর মধ্যে স্পিনাররা নিয়েছেন ১৩ উইকেট। বাকি ৯ উইকেটের ১টি রানআউট, অন্যটি রিটায়ার্ড হার্ট। অন্য ৭ উইকেট পেয়েছেন পেসাররা। এর মধ্যে আবার প্রতিপক্ষের ১৩ উইকেটের ১২টিই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা।
শেষ পাঁচ বছরে বাংলাদেশে টেস্ট হয়েছে ১৫টি। যেখানে স্পিনাররা নিয়েছেন ৩৬৯ উইকেট। স্পিনারদের নেওয়া উইকেট সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তিনে থাকলেও গড়ের হিসাবে বাংলাদেশই সবার ওপরে। দুইয়ে আছে ৯ টেস্ট হওয়া সংযুক্ত আরব আমিরাত, যেখানে ২৮.৫৮ গড়ে স্পিনাররা নিয়েছেন ১৮৪ উইকেট। তালিকার তিনে ও চারে থাকা ভারত ও শ্রীলঙ্কায়ও স্পিনাররা উইকেট নিয়েছেন মুড়িমুড়কির মতো। এই সময়ে ২১ টেস্টে ভারতে উইকেট পড়েছে ৩৮৮টি আর শ্রীলঙ্কায় ১৭ টেস্টে স্পিনাররা নিয়েছেন ৪১৭ উইকেট।
এই জায়গায় ব্যতিক্রম উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। যুগে যুগে কিংবদন্তি পেসারদের জন্ম দেওয়া পাকিস্তানে স্পিনাররা খুব বেশি সময় সুবিধা করতে পারেননি। স্পিনারদের উইকেট নেওয়ার এই তালিকার সবার নিচে আছে পাকিস্তান। শেষ পাঁচ বছরে আট টেস্টে এখানে স্পিনাররা উইকেট নিয়েছেন ৭৭টি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সম্পর্কিত সবশেষ:
থামল রাফায়েল নাদালের কিংবদন্তিতুল্য টেনিস ক্যারিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিদায়ে ২২ গ্র্যান্ড স্লামের মালিকও শেষ দেখে ফেললেন। নাদালও শেষটা রাঙাতে পারেননি। সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডশুল্ফের কাছে...
৩০ মিনিট আগেক্যারিবীয় সাগরের ঢেউয়ের মতো গতিময় আর তীব্র পেস আক্রমণ মনে করিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের কথা। ওয়েস্ট ইন্ডিজ সোনালি সময় পেছনে ফেললেও বাংলাদেশ দলের কাছে এখনো তাদের পেস আক্রমণ সামলানো যথেষ্ট চ্যালেঞ্জিং। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত...
১ ঘণ্টা আগেআবারও হোঁচট খেয়েছে ব্রাজিল। আজ নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা...
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসে আজ নিজেদের মাঠ লা বোম্বোনেরায় পেরুকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, নিয়েছে ১০ শট...
২ ঘণ্টা আগে