ক্রীড়া ডেস্ক
ক্রিকেট, রাজনীতি নাকি দুটিই সাকিব আল হাসানের কাছে গুরুত্বপূর্ণ—গত কয়েক মাসে এই ব্যাপারে চলছে অনেক আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—সবার কাছে একই প্রশ্ন। যেখানে সবারই উত্তর, সাকিবের পরিচয় শুধুই একজন ক্রিকেটার।
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পরই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্যের (এমপি) পদ টিকিয়ে রাখতে পেরেছেন কেবল সাত মাস। এদিকে আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। সাকিব এখন কী করবেন, সেই প্রশ্ন আজ সংবাদ সম্মেলনে এসেছে শান্তর কাছে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘না। আমার তেমন মনে হয় না। কারণ তিনি (সাকিব) পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার মনে করি। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলাটা খেলছেন। তাই তিনি তাঁর দায়িত্ব জানেন এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, তা জানেন। তাই আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে এ বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ইউনিট বাজেভাবে ব্যর্থ হয়েছিল। পাকিস্তান টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘আলাদা করে কোনো কিছু করতে চাই না। সবাই জানি যে ব্যাটিংটা আমাদের গত কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটা তেমন ভালো করিনি।’
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে মনে করেন শান্ত। খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘খেলোয়াড়েরা যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। খেলোয়াড়েরা বিশ্বাস করে, প্রত্যেকের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে এবার আমরা বিশেষ করে ব্যাটিং ইউনিট ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও গুরুত্বপূর্ণ। তাই দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে এবার।’
আরও পড়ুন:
ক্রিকেট, রাজনীতি নাকি দুটিই সাকিব আল হাসানের কাছে গুরুত্বপূর্ণ—গত কয়েক মাসে এই ব্যাপারে চলছে অনেক আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—সবার কাছে একই প্রশ্ন। যেখানে সবারই উত্তর, সাকিবের পরিচয় শুধুই একজন ক্রিকেটার।
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পরই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্যের (এমপি) পদ টিকিয়ে রাখতে পেরেছেন কেবল সাত মাস। এদিকে আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। সাকিব এখন কী করবেন, সেই প্রশ্ন আজ সংবাদ সম্মেলনে এসেছে শান্তর কাছে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘না। আমার তেমন মনে হয় না। কারণ তিনি (সাকিব) পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার মনে করি। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলাটা খেলছেন। তাই তিনি তাঁর দায়িত্ব জানেন এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, তা জানেন। তাই আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে এ বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ইউনিট বাজেভাবে ব্যর্থ হয়েছিল। পাকিস্তান টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘আলাদা করে কোনো কিছু করতে চাই না। সবাই জানি যে ব্যাটিংটা আমাদের গত কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটা তেমন ভালো করিনি।’
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে মনে করেন শান্ত। খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘খেলোয়াড়েরা যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। খেলোয়াড়েরা বিশ্বাস করে, প্রত্যেকের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে এবার আমরা বিশেষ করে ব্যাটিং ইউনিট ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও গুরুত্বপূর্ণ। তাই দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে এবার।’
আরও পড়ুন:
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১৬ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে