নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
লিটন দাসকে আউট করেই এদিন সবচেয়ে বেশি উদযাপন করল ভারতীয় দল। ঘটনা ঘটে মূলত তার আগের বলে। লিটনকে কিছু একটা বলেন মোহাম্মদ সিরাজ। ঠিকঠাক না বুঝতে পেরে সিরাজের দিকে ‘কী বলছিলে তুমি’ ভঙিতে এগিয়ে যান লিটন। মেজাজের সঙ্গে মনোসংযোগটাও ওইটুকুতে হারিয়ে ফেলেন কি না লিটন সেটা অবশ্য বলা কঠিন। তবে পরের বলেই সিরাজের নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। একই ভঙি নিয়ে লিটনের উইকেট উদযাপন করলেন সিরাজ ও বিরাট কোহলি।
লিটনকে কী এমন বললেন সিরাজ? দিনের খেলা শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সিরাজ নিজেই জানালেন সেটা, ‘আমি ওকে বলেছিলাম, এটা টি-টোয়েন্টি ফরম্যাট না, টেস্ট ক্রিকেট...দায়িত্ব নিয়ে খেলো।’ ২৯ বলের ২৪ রানের ইনিংসে লিটন তখন ৫টি চার মেরে ফেলেছেন। এর মধ্যে প্রথম সেশনের শেষ ওভারে উমেশ যাদবকে টানা তিন চার। কিছুটা আক্রমণাত্মক খেলায় কি না লিটলকে খেপিয়ে তোলেন সিরাজ।
ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। পেছনের পায়ে সেটি ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরই ঘটনার সূত্রাপাত। বাংলাদেশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সিরাজ। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেছেন, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’
লিটন দাসকে আউট করেই এদিন সবচেয়ে বেশি উদযাপন করল ভারতীয় দল। ঘটনা ঘটে মূলত তার আগের বলে। লিটনকে কিছু একটা বলেন মোহাম্মদ সিরাজ। ঠিকঠাক না বুঝতে পেরে সিরাজের দিকে ‘কী বলছিলে তুমি’ ভঙিতে এগিয়ে যান লিটন। মেজাজের সঙ্গে মনোসংযোগটাও ওইটুকুতে হারিয়ে ফেলেন কি না লিটন সেটা অবশ্য বলা কঠিন। তবে পরের বলেই সিরাজের নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। একই ভঙি নিয়ে লিটনের উইকেট উদযাপন করলেন সিরাজ ও বিরাট কোহলি।
লিটনকে কী এমন বললেন সিরাজ? দিনের খেলা শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সিরাজ নিজেই জানালেন সেটা, ‘আমি ওকে বলেছিলাম, এটা টি-টোয়েন্টি ফরম্যাট না, টেস্ট ক্রিকেট...দায়িত্ব নিয়ে খেলো।’ ২৯ বলের ২৪ রানের ইনিংসে লিটন তখন ৫টি চার মেরে ফেলেছেন। এর মধ্যে প্রথম সেশনের শেষ ওভারে উমেশ যাদবকে টানা তিন চার। কিছুটা আক্রমণাত্মক খেলায় কি না লিটলকে খেপিয়ে তোলেন সিরাজ।
ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। পেছনের পায়ে সেটি ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরই ঘটনার সূত্রাপাত। বাংলাদেশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সিরাজ। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেছেন, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৮ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে