একদিন আগেই বাংলাদেশের বিপক্ষে একাদশ দিল উইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০১: ৪৪
অ্যান্টিগায় আজ ট্রফি উন্মোচনে দুই দলের অধিনায়ক। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে। শক্তিশালী পেস আক্রমণ সাজিয়ে বাংলাদেশকে বড় ‘হুমকি’ দিয়ে রেখেছে ক্যারিবীয়রা।

চার পেসারের পাশাপাশি একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে ক্যারিবীয়রা। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলজারি জোসেফ, জেইডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের উইকেট সাধারণত পেস সহায়ক থাকে। ওয়েস্ট ইন্ডিজের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। খুব জরুরি হলে ঘূর্ণি বল চালিয়ে নেবেন কাভেম হজ ও অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

আজ বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগের দিন একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকেরা। চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেইডেন সিলস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত